ETV Bharat / state

কান্দিতে দু'টি গাড়ি থেকে 150 কেজি গাঁজা উদ্ধার, আটক 8

কান্দি থানার মনোহরপুর এলাকায় 2টি গাড়ি থেকে উদ্ধার 150 কেজি গাঁজা । ঘটনায় 8 জনকে আটক করেছে কান্দি থানার পুলিশ ।

কান্দিতে উদ্ধার গাঁজা
author img

By

Published : Nov 25, 2019, 5:52 PM IST

Updated : Nov 25, 2019, 7:02 PM IST

কান্দি, 25 নভেম্বর : ফের গাঁজা উদ্ধার মুর্শিদাবাদে । কান্দি থানার মনোহরপুর এলাকায় দু'টি গাড়ি থেকে উদ্ধার হল 150 কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে কান্দি থানার মনোহরপুর এলাকায় দু'টি গাড়িকে আটক করেন কান্দি থানার পুলিশ । গাড়ি দু'টি থেকে প্রায় 150 কেজি গাঁজা উদ্ধার হয় । পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে । তাদের মধ্যে 7 জনের বাড়ি জলঙ্গি থানা এলাকায় ৷ বাকি এক জনের বাড়ি নদিয়ার গোপালবেরিয়ায় ।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সরিফিল ইসলাম (সাহেব নগর), শেখ বাদসা হিটলার (সাহেব নগর), তৌসিক জাদদারি (সাহেব নগর), সজিবুর রহমান (সাহেব নগর), সাহরিয়া রোকন (ধনিরামপুর), আবদুলা আল মামদ (নোটিয়াল ঘোষ পাড়া), আয়নাল বিশ্বাস (দুর্লভ পাড়া), ফারুক মণ্ডল (গোপালবেরিয়া, নদিয়া) । ধৃতরা ওড়িশা থেকে গাঁজা আনছিল ৷ কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর দিয়ে ওই গাঁজা জলঙ্গি নিয়ে যাওয়া হচ্ছিল ৷

আজ ধৃতদের কান্দি কোর্টে তোলা হয় ৷ তাদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের তরফে ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷ তাদের 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷

কান্দি, 25 নভেম্বর : ফের গাঁজা উদ্ধার মুর্শিদাবাদে । কান্দি থানার মনোহরপুর এলাকায় দু'টি গাড়ি থেকে উদ্ধার হল 150 কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে কান্দি থানার মনোহরপুর এলাকায় দু'টি গাড়িকে আটক করেন কান্দি থানার পুলিশ । গাড়ি দু'টি থেকে প্রায় 150 কেজি গাঁজা উদ্ধার হয় । পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে । তাদের মধ্যে 7 জনের বাড়ি জলঙ্গি থানা এলাকায় ৷ বাকি এক জনের বাড়ি নদিয়ার গোপালবেরিয়ায় ।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সরিফিল ইসলাম (সাহেব নগর), শেখ বাদসা হিটলার (সাহেব নগর), তৌসিক জাদদারি (সাহেব নগর), সজিবুর রহমান (সাহেব নগর), সাহরিয়া রোকন (ধনিরামপুর), আবদুলা আল মামদ (নোটিয়াল ঘোষ পাড়া), আয়নাল বিশ্বাস (দুর্লভ পাড়া), ফারুক মণ্ডল (গোপালবেরিয়া, নদিয়া) । ধৃতরা ওড়িশা থেকে গাঁজা আনছিল ৷ কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর দিয়ে ওই গাঁজা জলঙ্গি নিয়ে যাওয়া হচ্ছিল ৷

আজ ধৃতদের কান্দি কোর্টে তোলা হয় ৷ তাদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের তরফে ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷ তাদের 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷

Intro:২টি গাড়িতে ১৫০ কেজি গাঞ্জা সহ ৮ জন কে আটক।Body:২টি গাড়িতে ১৫০ কেজি গাঞ্জা সহ ৮ জন কে আটক।

রবি বার মধ্য রাতে কান্দি থানার অন্তর্গত কান্দি মনোহর পুর এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে দুটি গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি গাঞ্জা উদ্ধার করলো কান্দি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানতে পারা যায় এই দিন রাতে খবর পেয়ে তারা দুটি গাড়িকে আটক করেন এবং ঐ দুটি গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি গাঞ্জা পাওয়া যায়। সেই সঙ্গে ৮ জন কে আটক করেন কান্দি থানার পুলিশ। তাদের মধ্যে ৭ জনের বাড়ি জলাঙ্গী থানার অন্তর্গত ও এক জনের বাড়ি নদিয়া জেলার গোপাল বেরিয়া থানার।ধৃত দের নাম- সরিফিল ইসলাম (সাহেব নগর) সেখ বাদসা হিটলার,(সাহেব নগর)তৌসিক জাদদারি (সাহেব নগর)সজিবুর রহমান (সাহেব নগর) সাহরিয়া রোকন (ধনিরামপুর),আব্দুলা আল মামদ( নোটিয়াল ঘোষ পারা),আয়নাল বিস্বাস (দূরলোভ পারা),ফারুক মণ্ডল(গোপাল বেরিয়া -নদিয়ার)।এরা সবাই গাঞ্জা গুলো কে উড়িষ্যা থেকে কান্দি বহরমপুর রাজ্য সরকের উপর দিয়ে জলাঙ্গী নিয়ে যাচ্ছিল। এদের সবাই কে ১০দিনের জন্য পুলিশ হেপাজতে জিজ্ঞোসা বাদের জন্য নেওয়া হয়েছে।Conclusion:সবাই কে ১০দিনের জন্য পুলিশ হেপাজতে জিজ্ঞোসা বাদের জন্য নেওয়া হয়েছে।
Last Updated : Nov 25, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.