ETV Bharat / state

আজ থেকে মুর্শিদাবাদ দুই পুলিশ জেলা

মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে । এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জেলাকে দুটি পুলিশ জেলায় ভাঙা হল ৷

SP office
পুলিশ সুপারের অফিস
author img

By

Published : Jan 1, 2020, 7:20 AM IST

বহরমপুর, 1 জানুয়ারি : মুর্শিদাবাদকে ভেঙে দুটি পুলিশ জেলা করা হল ৷ একটি মুর্শিদাবাদ সদর পুলিশ জেলা ৷ অন্যটি জঙ্গিপুর পুলিশ জেলা ৷ আজ থেকে এই দুই পুলিশ জেলার দায়িত্ব নেবেন দুই পুলিশ সুপার ৷

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার হলেন অভিষেক গুপ্ত ৷ একজন অতিরিক্ত পুলিশ সুপারও নিয়োগ করা হচ্ছে ৷ এই পুলিশ জেলার মধ্যে থাকছে জঙ্গিপুর মহকুমা ৷ আর মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্ব পেয়েছেন অজিত সিং যাদব ৷ তাঁকে সাহায্য করার জন্য থাকবেন দু'জন অতিরিক্ত পুলিশ সুপার ৷ এই পুলিশ জেলার মধ্যে বাকি চার মহকুমা বহরমপুর, কান্দি, ডোমকল ও লালবাগ রয়েছে । বর্তমান জেলা পুলিশ সুপার মুকেশ কুমার পদোন্নতি পেয়ে নদিয়া-মুর্শিদাবাদ রেঞ্জের DIG হলেন ৷ আর DIG হিসেবে জেলার তদারকির দায়িত্বে থাকবেন ৷

এই সংক্রান্ত খবর : রাজ্যজুড়ে পুলিশে রদবদল, আসানসোল-দুর্গাপুরে নতুন পুলিশ কমিশনার


মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে । এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জেলাকে দুটি পুলিশ জেলায় ভাঙা হল ৷ প্রশাসনিক মহলের একাংশ বলছে, মুর্শিদাবাদ জেলাকে ভাগের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পুলিশ জেলা ভাগের মাধ্যমে ৷

বহরমপুর, 1 জানুয়ারি : মুর্শিদাবাদকে ভেঙে দুটি পুলিশ জেলা করা হল ৷ একটি মুর্শিদাবাদ সদর পুলিশ জেলা ৷ অন্যটি জঙ্গিপুর পুলিশ জেলা ৷ আজ থেকে এই দুই পুলিশ জেলার দায়িত্ব নেবেন দুই পুলিশ সুপার ৷

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার হলেন অভিষেক গুপ্ত ৷ একজন অতিরিক্ত পুলিশ সুপারও নিয়োগ করা হচ্ছে ৷ এই পুলিশ জেলার মধ্যে থাকছে জঙ্গিপুর মহকুমা ৷ আর মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্ব পেয়েছেন অজিত সিং যাদব ৷ তাঁকে সাহায্য করার জন্য থাকবেন দু'জন অতিরিক্ত পুলিশ সুপার ৷ এই পুলিশ জেলার মধ্যে বাকি চার মহকুমা বহরমপুর, কান্দি, ডোমকল ও লালবাগ রয়েছে । বর্তমান জেলা পুলিশ সুপার মুকেশ কুমার পদোন্নতি পেয়ে নদিয়া-মুর্শিদাবাদ রেঞ্জের DIG হলেন ৷ আর DIG হিসেবে জেলার তদারকির দায়িত্বে থাকবেন ৷

এই সংক্রান্ত খবর : রাজ্যজুড়ে পুলিশে রদবদল, আসানসোল-দুর্গাপুরে নতুন পুলিশ কমিশনার


মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে । এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জেলাকে দুটি পুলিশ জেলায় ভাঙা হল ৷ প্রশাসনিক মহলের একাংশ বলছে, মুর্শিদাবাদ জেলাকে ভাগের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পুলিশ জেলা ভাগের মাধ্যমে ৷

Intro:দুজন পুলিশ,সুপার নিয়োগ হচ্ছে মুর্শিদাবাদে। Body:মুর্শিদাবাদ - মুর্শিদাবাদ জেলা ভাগ হল দুটি পুলিশ জেলায়। আগামী কাল নতুন বছরের প্রথম দিন থেকে জেলা নিয়ন্ত্রন করতে নিয়োগ করা হচ্ছে দুই পুলিশ সুপার। একজন দেখবেন জঙ্গিপুর মহমুমা । অপরজনের দায়িত্বে থাকবে বাকি চার মহকুমা বহরমপুর, কান্দি,ডোমকল ও লালবাগ। বর্তমান জেলা পুলিশ সুপার মুকেশ কুমারকে ডিআইজি পদে পদোন্নতি করা হচ্ছে।
মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে দির্ঘদিন ধরে জল্পনা চলছিল। নতুন বছরের ঠিক আগেই সেই জল্পনার ব
অবসান ঘটল । প্রাথমিম্ভাবে জেলাকে দুটি পুলিশ,জেলায় ভাগ করা হচ্ছে। আগামী কাল থেকেই নিয়োগ করা হচ্ছে দুজন পুলিশ সুপার । একজনের দায়িত্বে থাকছে জঙ্গিপুর মহকুমা। শযোগিতায় থাকছেন একজন অতিরিক্ত পুলিশ সূপার। বাকি চার মহকুমা সামলাবেন অপর এক পুলিশ সুপার। সহযোগিতায় থাকছে দুজন অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমান পুলিশ,সুপার মুকেশ কুমার হচ্ছেন ডিআইজি। তবে নতুন দুই পুলিশ সুপারের নাম এখনও জানা যায়নি। পাশাপাশি পুলিশ সূত্রে খবর মুকেশ কুমার নদীয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হচ্ছেন। এবং এই দুই জেলার ডিআইজি হেড কোয়ার্টার কল্যানি থেকে বহরমপুরে স্থানান্তরিত করা হতে পারে।Conclusion:আগামী কাল থেকে মুর্শিদাবাদ ভাগ হচ্ছে দুই পুলিশ জেলায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.