লালগোলা, 18 মে : যুবতিকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন পরিবারের চারজন সদস্য ৷ প্রতিবেশীদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের পাশাপাশি 10 হাজার টাকা ও একটি সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে । লালগোলা থানার কাজলা গ্রামের ঘটনা । তদন্তে নেমেছে পুলিশ ৷
বিয়ের 6 মাসের মধ্যে স্বামীর মৃত্যু হওয়ায় ওই যুবতি বাপের বাড়িতেই থাকতেন । অজিত দাস ও অচিন্ত্য দাস নামে প্রতিবেশী দুই যুবক তাঁকে বারবার উত্যক্ত করত । আজ ফের উত্যক্ত করায় ওই যুবতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ।
এরপর যুবতির পরিবারের সদস্যরা কটূক্তির প্রতিবাদ করতে যান । সেই সময় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর জখম হন যুবতির বাবা ও দাদা ।
গ্রাম্য সালিসিতে না গিয়ে আইনের পথেই দোষিদের শাস্তির দাবি জানিয়েছে আক্রান্তের পরিবার । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে লালগোলা থানায় ।