রাজমুণ্ডি, 30 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি ৷ এই অবস্থায় অন্ধ্রপ্রদেশের রাজমুণ্ডিতে আটকে পড়েছেন রাজ্যের 5 ব্যক্তি ৷ খাবার বা থাকার পয়সা শেষ ৷ লকডাউন থাকার জন্য বাড়িও ফিরতে পারছেন না ৷ এই অবস্থায় বাড়ি ফেরার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তাঁদের ৷
মুর্শিদাবাদের স্বরূপপুর, হরিহরপাড়া, ও বহরমপুর থেকে পাঁচ জনের দল শাড়ি ব্যবসা করতে এসেছিল অন্ধ্রপ্রদেশের রাজমুণ্ডিতে ৷ এখানে একটি হোটেল ভাড়া করে ছিলেন তাঁরা ৷ কোরোনা রুখতে হঠাৎ করেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বন্ধ হয়ে যায় শাড়ির ব্যবসা ৷ পুঁজি যতটুকু ছিল তা দিয়ে চলে কদিন ৷ তারপর থাকা-খাওয়ার টাকা শেষ হয়ে যায় পাঁচজনের ৷ ফলে সমস্যার সম্মুখীন হন তাঁরা ৷ হোটেলের ভাড়া মেটাতে পারছেন না ৷ খাওয়ার জন্য প্রয়োজনায় সামগ্রীও কিনতে পারছেন না ৷ তাই ETV ভারতের প্রতিনিধির মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের বাড়ি ফেরানোর জন্য আবেদন করেন ৷ বাড়ি ফেরাতে না পারলে, থাকা-খাওয়ার ব্যবস্থা করার আবেদন করেন তাঁরা ৷
রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তথ্য তালিকাভুক্ত করার জন্য সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা দেশের যেপ্রান্তে থাক না কেন, সে রাজ্যের সরকারের সঙ্গে কথা বলে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান ৷ তারপর আজ সামনে এল অন্ধ্রপ্রদেশের 5 জনের আবেদন ৷