রঘুনাথগঞ্জ (মুর্শিদাবাদ), 10 জানুয়ারি : দুই শ্রমিক সংগঠনের বিবাদের জেরে গুলি চলার অভিযোগ রঘুনাথগঞ্জে (Firing at Raghunathganj) ৷ রবিবার রাতের ঘটনায় এক শ্রমিক নেতা গুরুতর জখম হয়েছেন ৷ জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের মিরজাপুরে একটি সিমেন্ট কারখানায় দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ চলছিল ৷ সেই বিবাদের জেরেই এই গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই রঘুনাথগঞ্জের মিরজাপুর এলাকার একটি সিমেন্ট কারখানায় দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ চলছিল (Clash Between Two Labour Union) ৷ রবিবার রাতে সেই কারখানার শ্রমিক তথা সংগঠনের নেতা সুশান্ত দাস এবং তাঁর এক সঙ্গী বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতীদের খোঁজারপাড়ায় তাঁদের পথ আটকায় ৷ রাস্তা ছাড়তে বললে, দু’তরফের মধ্যে বচসা শুরু হয় ৷ সেই সময় সুশান্ত দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ তবে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তাঁর পায়ে লাগে ৷
আরও পড়ুন : Firing at Garia : বর্ষবরণে রাতে গড়িয়া গুলি চালানোর অভিযোগ, গুলিবিদ্ধ 1 যুবক
গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসেন ৷ তাঁরা সুশান্ত দাসকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করে দেখছে মিরজাপুর থানার পুলিশ ৷