রানিনগর, 8 মার্চ : ছেলেকে নিয়ে বাইকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন । পথে বাসের ধাক্কায় মৃত্যু হল বাবা ও ছেলের । রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে সাগরপাড়া- বহরমপুর রাজ্যসড়কের রানিনগর থানার নবিপুরে ।
ঘটনাস্থানেই মৃত্য হয় 40 বছরের আলমগির মণ্ডল ও তাঁর বছর সাতেকের ছেলে রাজু মণ্ডলের । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । তবে বেসিরকারি বাসটি আটক করা যায়নি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেকে নিয়ে বহরমপুরে আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন আলমগির । নবিপুরে একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বেসরকারি বাসটি তাঁদের বাইকে ধাক্কা মারে । ছিটকে গাড়ির চাকার নিচে পড়ে যান দু'জনেই । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাবা-ছেলের ।