বহরমপুর, 27 ডিসেম্বর: চাকরির আশায় ছেলের সঙ্গে টেট দিলেন বাবা । রবিবার রাজ্যে চলতি বছরের টেট সম্পন্ন হয়েছে ৷ বহরমপুর থানার গোয়ালজান এলাকার একটি স্কুলে তাঁদের টেটের আসন পড়েছিল ৷ সেখানেই পরীক্ষা দিলেবন বাবা ও ছেলে ৷ একই পরীক্ষাকেন্দ্রে সিট পড়েছিল দু'জনের ৷ সেখানেই পরীক্ষা দিলেন বছর সাতাশের ছেলে দেলোয়ার হোসেন ও মোজাম্মেল হক ।
মুর্শিদাবাদের ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামের দেলোয়ার হাসান ও তাঁর বাবা মোজাম্মেল হক ৷ এই বছর দু’জনেই প্রাইমারির টেট পরীক্ষার্থী । দেলোয়ার হোসেন এমএ পাশ করে বর্তমানে ডিএলএড পাঠরত ৷ মোজাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার । দুজনেই চাকরিপ্রার্থী । বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্র ৷ তাই নির্দিষ্ট সময়ে পরীক্ষা হলে পৌঁছতে আগের দিন রাতেই রওনা দিয়েছিলেন ৷ বয়স হলেও ছেলের হাত ধরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিলেন তিনি ৷
বছর পঞ্চশের মোজাম্মেল হোসেন বলেন যে, এর আগে বেশ কয়েকবার তিনি টেট দিয়েছেন ৷ তারপরও সফল হতে পারেননি ৷ তবে তিনি আশা ছাড়েননি ৷ প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষকতা করলেও সর্বক্ষণের শিক্ষক হিসাবে যোগ দিতে চান তিনি ৷ তাই এই বছর টেট দিয়েছেন ৷ তাঁর আশা, এ বার নিশ্চয় সফল হবেন ৷
অন্যদিকে, তাঁর ছেলে দেলোয়ার হোসান একজন পড়ুয়া । এই বছর টেট নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, "প্রতি বছর নিয়ম করে যদি পরীক্ষা হত, তবে বাবাকে হয়তো এই দিন দেখতে হত না । তাছাড়া বাবার চাকরিটা হয়ে গেলে সংসারেও স্বচ্ছলতা আসত ৷ আমি একটু ভালো জায়গায় পৌঁছতে পারতাম । এ বারের টেটে বাবা ও ছেলে উভয়েই সাফল্য পাব বলে আশা করছি ৷"
আরও পড়ুন: