ফরাক্কা, 25 সেপ্টেম্বর : হড়কাবানে প্লাবিত ফরাক্কা ৷ যার জেরে বন্ধ 80 নম্বর জাতীয় সড়ক ৷ ফরাক্কার বিস্তৃর্ণ এলাকা চলে গিয়েছে জলের তলায়।
আজ ভোর থেকে ঝাড়খন্ডের খরস্রোতা গুমানি নদীর জল উপচে পড়ে জাতীয় সড়কে । বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবিস্থা । নিশিন্দ্রা সহ ফরাক্কা NTPC তাপ বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া বেশ কয়েকটি ইতিমধ্যে জল ঢুকে পড়েছে ।
প্রতি বছরই নদীর জলে প্লাবিত হয় ফরাক্কার বিস্তৃর্ণ এলাকা । চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের । পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের অন্যতম যোগাযোগের মাধ্যম এই ৮৯ নম্বর জাতীয় । প্রতিদিন কয়েক হাজার পাথর বোঝাই লরি, বাস চলাচল করে এই রাস্তায় । এরপরই গতকাল সকালে হড়কা বানে আচমকা নদী ছাপিয়ে জল উঠে আসে জাতীয় সড়কে । জলের স্রোতে বন্ধ হয়ে সমস্ত রকমের যান চলাচল । কার্যত আজ সকাল থেকে এলাকার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
পাশাপাশি নদী ছাপিয়ে জল জাতীয় সড়কের উপর দিয়ে গ্রামে ঢুকতে শুরু করেছে । ইতিমিধ্যে নিশিন্দ্রা, বেওয়া সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করস্য গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করে ।