ETV Bharat / state

ভোট লুটতে এলে জীবন বিমা করে আসতে হবে, হুঁশিয়ারি দিলীপের - তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের

লালবাগে পৌর নির্বাচনী কর্মী সম্মেলনে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্ব ও রাজ্যের পুলিশকে আক্রমণ করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

রাজ্য BJP সভাপতি
দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 14, 2020, 7:35 PM IST

Updated : Mar 14, 2020, 8:26 PM IST

লালবাগ, 14 মার্চ : "পঞ্চায়েতের মতো ভোট লুট করতে এলে জীবন বিমা করে আসতে হবে ।" নাম না করে এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ। আজ লালবাগে পৌরসভা ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেন তিনি।

লালবাগের সভায় যোগ দেওয়ার আগে লালবাগ মতুয়া সংঘের দোল উৎসবে যোগ দেন রাজ্য BJP-র সভাপতি। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তিনি । এরপর কর্মী সম্মেলনে যোগ দিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করতে পৌর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন ।

শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য

তৃণমূল নেতৃত্বের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "পঞ্চায়েতের মতো ভোট লুট করতে হলে এবার জীবন বিমা করে আসতে হবে । দিলীপ ঘোষ বলে যাচ্ছে । BJP কর্মীরা বুক চিতিয়ে থাকবে । যাঁরা মিথ্যা মামলা দিচ্ছেন, আর যে পুলিশ অফিসার কেস করছেন তাঁদের নাম-ঠিকানা লিখে রাখুন। একবছর পর হিসাব আমাদের হাতে থাকবে । সব হিসাব মিটিয়ে নেব ।"

লালবাগ, 14 মার্চ : "পঞ্চায়েতের মতো ভোট লুট করতে এলে জীবন বিমা করে আসতে হবে ।" নাম না করে এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ। আজ লালবাগে পৌরসভা ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেন তিনি।

লালবাগের সভায় যোগ দেওয়ার আগে লালবাগ মতুয়া সংঘের দোল উৎসবে যোগ দেন রাজ্য BJP-র সভাপতি। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তিনি । এরপর কর্মী সম্মেলনে যোগ দিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করতে পৌর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন ।

শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য

তৃণমূল নেতৃত্বের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "পঞ্চায়েতের মতো ভোট লুট করতে হলে এবার জীবন বিমা করে আসতে হবে । দিলীপ ঘোষ বলে যাচ্ছে । BJP কর্মীরা বুক চিতিয়ে থাকবে । যাঁরা মিথ্যা মামলা দিচ্ছেন, আর যে পুলিশ অফিসার কেস করছেন তাঁদের নাম-ঠিকানা লিখে রাখুন। একবছর পর হিসাব আমাদের হাতে থাকবে । সব হিসাব মিটিয়ে নেব ।"

Last Updated : Mar 14, 2020, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.