ETV Bharat / state

উচ্চমাধ্যমিকে নম্বর পছন্দ না হওয়ায় প্রথম হওয়া ছাত্রীর স্কুলে বিক্ষোভ

বিক্ষোভের আঁচ প্রথম হওয়া রুমানার স্কুলেও ৷ উচ্চমাধ্যমিকে নম্বর পছন্দ না হওয়ায় কান্দি মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখাল ছাত্রী ও অভিভাবকেরা ৷

author img

By

Published : Jul 23, 2021, 7:57 PM IST

Updated : Jul 23, 2021, 8:11 PM IST

বিক্ষোভ
বিক্ষোভ

কান্দি, 23 জুলাই : গতকাল প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল ৷ আর আজ দিকে দিকে নম্বর দেওয়া নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷ বাদ গেল না উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া রুমানার স্কুলও ৷

শুক্রবার কান্দির মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে বাছাই করে নম্বর দেওয়ার অভিযোগে চলল বিক্ষোভ ৷ এদিন স্কুলে এসে অসন্তোষ প্রকাশ করলেন সদ্য উচ্চমাধ্যমিক পাস করা কলা বিভাগের ছাত্রী ও তাঁদের অভিভাবকরা ৷ তাঁদের দাবি, কলা বিভাগের ছাত্রীদের বেছে বেছে নম্বর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : HS result 2021 : পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

যদিও সব অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ ৷ এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অদিতি সিংহ রায় স্পষ্টভাবে জানান , ছাত্রীরা যেমন পরীক্ষা দিয়েছে তাদেরকে সেইভাবেই নম্বর দেওয়া হয়েছে ৷ অভিভাবকরা চাইলে স্কুলে এসে সমস্ত কিছু দেখতে পারেন ৷ ছাত্রীদের সঙ্গে কোনওরকম বৈষম্যমূলক আচার ব্যবহার করা হয়নি ।

এই ঘটনায় আজ স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিভাবকরাই শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন ।

উচ্চমাধ্যমিকে নম্বর পছন্দ না হওয়ায় প্রথম হওয়া ছাত্রীর স্কুলে বিক্ষোভ

কান্দি, 23 জুলাই : গতকাল প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল ৷ আর আজ দিকে দিকে নম্বর দেওয়া নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷ বাদ গেল না উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া রুমানার স্কুলও ৷

শুক্রবার কান্দির মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে বাছাই করে নম্বর দেওয়ার অভিযোগে চলল বিক্ষোভ ৷ এদিন স্কুলে এসে অসন্তোষ প্রকাশ করলেন সদ্য উচ্চমাধ্যমিক পাস করা কলা বিভাগের ছাত্রী ও তাঁদের অভিভাবকরা ৷ তাঁদের দাবি, কলা বিভাগের ছাত্রীদের বেছে বেছে নম্বর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : HS result 2021 : পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

যদিও সব অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ ৷ এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অদিতি সিংহ রায় স্পষ্টভাবে জানান , ছাত্রীরা যেমন পরীক্ষা দিয়েছে তাদেরকে সেইভাবেই নম্বর দেওয়া হয়েছে ৷ অভিভাবকরা চাইলে স্কুলে এসে সমস্ত কিছু দেখতে পারেন ৷ ছাত্রীদের সঙ্গে কোনওরকম বৈষম্যমূলক আচার ব্যবহার করা হয়নি ।

এই ঘটনায় আজ স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিভাবকরাই শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন ।

উচ্চমাধ্যমিকে নম্বর পছন্দ না হওয়ায় প্রথম হওয়া ছাত্রীর স্কুলে বিক্ষোভ
Last Updated : Jul 23, 2021, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.