ETV Bharat / state

তিন দিন নিখোঁজের পর পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ - স্বর্ণশিল্পী প্রদীপ সাহা

মৃত যুবকের নাম প্রদীপ সাহা (41) । বেলডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে । পরিবার সূত্রে খবর, স্বর্ণশিল্পী প্রদীপ সাহা সম্প্রতি কাজ ছেড়ে ডিমের আড়তে কাজ করতেন । তিনদিন আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন । তারপর থেকে আর যোগাযোগ হয়নি ।

deadbody of a young man rescued from the pond in Murshidabad
তিনদিন নিখোঁজের পর পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ
author img

By

Published : Nov 28, 2020, 5:02 PM IST

বেলডাঙা, 28 নভেম্বর : কাজের খোঁজে বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি বেলডাঙা থানা এলাকার যুবক । তিনদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে মিলল ওই যুবকের দেহ । ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল বেলডাঙা থানার কাছাড়িপাড়ায়।

মৃত যুবকের নাম প্রদীপ সাহা (41) । বেলডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । পরিবার সূত্রে খবর, স্বর্ণশিল্পী প্রদীপ সাহা সম্প্রতি কাজ ছেড়ে ডিমের আড়তে কাজ করতেন । তিনদিন আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন । তারপর থেকে আর যোগাযোগ হয়নি ।

আজ বাড়ি থেকে কিছু দূরে পুকুরে দেহ ভাসতে দেখা যায় । পরিবার ও স্থানীয় মানুষ মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন । জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এলেও পরিবারের দাবি খুন করা হয়েছে । তবে কী কারণে খুন করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পরিবার । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বেলডাঙা, 28 নভেম্বর : কাজের খোঁজে বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি বেলডাঙা থানা এলাকার যুবক । তিনদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে মিলল ওই যুবকের দেহ । ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল বেলডাঙা থানার কাছাড়িপাড়ায়।

মৃত যুবকের নাম প্রদীপ সাহা (41) । বেলডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । পরিবার সূত্রে খবর, স্বর্ণশিল্পী প্রদীপ সাহা সম্প্রতি কাজ ছেড়ে ডিমের আড়তে কাজ করতেন । তিনদিন আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন । তারপর থেকে আর যোগাযোগ হয়নি ।

আজ বাড়ি থেকে কিছু দূরে পুকুরে দেহ ভাসতে দেখা যায় । পরিবার ও স্থানীয় মানুষ মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন । জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এলেও পরিবারের দাবি খুন করা হয়েছে । তবে কী কারণে খুন করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পরিবার । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.