ETV Bharat / state

বড়ঞায় আক্রান্ত কংগ্রেস বিধায়ক - মুর্শিদাবাদ কংগ্রেস

মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস বিধায়ক প্রতিমা রজকের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

Congress mla attacked in Murshidabad
author img

By

Published : Jun 15, 2020, 7:13 PM IST

Updated : Jun 15, 2020, 10:20 PM IST

মুর্শিদাবাদ, 15 জুন: BDO-র কাছে ডেপুটশন দিতে এসে আক্রান্ত কংগ্রেস বিধায়ক । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মুর্শিদাবাদের বড়ঞার ঘটনা ।

সোমবার দুপুরে কান্দি ব্লকের BDO-এর কাছে ডেপুটেশন দিতে আসেন বড়ঞার কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক । অভিযোগ, সেখানেই তাঁর উপর হামলা চালান তৃণমূল কর্মীরা । তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে । এই ঘটনায় ব্লক কংগ্রেসের তরফে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

প্রতিমা রজক বলেন, জেলাজুড়ে ব্লকে ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় BDO-র কাছে । সেই কর্মসূচি অনুযায়ী বড়ঞা ব্লকের কংগ্রেসের পর্যবেক্ষক তাপস দাশগুপ্ত সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ডেপুটেশন দিতে গেলে ব্লক চত্বরেই তৃণমূল কর্মীরা চড়াও হয় । পুলিশের সামনেই পুরো ঘটনাটি ঘটে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মাহে আলম । বলেন, “বিধায়ক প্রতিমা রজক একজন মহিলা । তাঁকে যথেষ্ট সম্মান জানাই । তিনি এভাবে অপবাদ দেবেন ভাবতে পারিনি ।”

মুর্শিদাবাদ, 15 জুন: BDO-র কাছে ডেপুটশন দিতে এসে আক্রান্ত কংগ্রেস বিধায়ক । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মুর্শিদাবাদের বড়ঞার ঘটনা ।

সোমবার দুপুরে কান্দি ব্লকের BDO-এর কাছে ডেপুটেশন দিতে আসেন বড়ঞার কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক । অভিযোগ, সেখানেই তাঁর উপর হামলা চালান তৃণমূল কর্মীরা । তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে । এই ঘটনায় ব্লক কংগ্রেসের তরফে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

প্রতিমা রজক বলেন, জেলাজুড়ে ব্লকে ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় BDO-র কাছে । সেই কর্মসূচি অনুযায়ী বড়ঞা ব্লকের কংগ্রেসের পর্যবেক্ষক তাপস দাশগুপ্ত সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ডেপুটেশন দিতে গেলে ব্লক চত্বরেই তৃণমূল কর্মীরা চড়াও হয় । পুলিশের সামনেই পুরো ঘটনাটি ঘটে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মাহে আলম । বলেন, “বিধায়ক প্রতিমা রজক একজন মহিলা । তাঁকে যথেষ্ট সম্মান জানাই । তিনি এভাবে অপবাদ দেবেন ভাবতে পারিনি ।”

Last Updated : Jun 15, 2020, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.