ETV Bharat / state

দৌলতাবাদে স্কুলে খেলার সময় বোমা ফেটে নিহত দ্বিতীয় শ্রেণির ছাত্র - Murshidabad

Murshidabad Bomb Blast: মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার চোঁয়াডাঙায় বৃহস্পতিবার দুপুরে বোমা ফেটে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয় ৷ মৃতের নাম মুকলেসুর রহমান ৷ বয়স সাত ৷

Murshidabad Bomb Blast
Murshidabad Bomb Blast
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:16 PM IST

Updated : Jan 4, 2024, 9:16 PM IST

বোমা ফেটে নিহত দ্বিতীয় শ্রেণির ছাত্র

দৌলতাবাদ (মুর্শিদাবাদ), 4 জানুয়ারি: স্কুলের পাশে টিফিনের সময় বোমা ফেটে মৃত্যু হল এক ছাত্রের । ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও কয়েকজন পড়ুয়া । বৃহস্পতিবার দুপুরের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার চোঁয়াডাঙায় । মৃত ছাত্রের নাম মুকলেসুর রহমান (7) । সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত ৷

ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার-সহ এলাকাবাসী । বোমাটি স্কুল সংলগ্ন এলাকায় ফেলে রাখায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে। জখম তিন শিশুকে হাসপাতালে ভরতি করা রয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের প্রাথমিক স্কুলে পড়ত মুকলেসুর রহমান । অন্যদিনের মতো এ দিনও স্কুলে যায় সে ৷ দুপুরে মিড ডে মিল খাওয়ার পর বন্ধুদের সঙ্গে স্কুলের আশেপাশে খেলছিল । সেই সময় বোমাটি নজরে আসে । বল ভেবে কুড়িয়ে সামনের একটি দেওয়ালে ছুড়ে মারতেই বিস্ফোরণ ঘটে । তাতেই শিশুটির প্রাণ যায় ।

বিকট আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা । বেশ কয়েকজনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে । নিথর হয়ে পড়ে ছিল মুকলেসুর । স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা ৷ তাঁরা কান্নায় ভেঙে পড়েন ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায় । পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠায় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় বাসিন্দা আনসার শেখ বলেন, ‘‘স্কুলের পাশে যারা বোমা রেখে গিয়েছিল, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য । তাদের উপযুক্ত শাস্তি হোক ।’’ স্কুলের শিক্ষিকা জেসমিন রহমান বলেন, ‘‘আমিও ছেলেদের সঙ্গে খেলছিলাম । বোমা ফাটার আওয়াজে চমকে গিয়েছিলাম । পরে জানতে পারি কী হয়েছে ।’’

আরও পড়ুন:

  1. ফের একই ঘটনা! বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক শিশু-সহ 2 নাবালক
  2. ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া
  3. বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম যুবক

বোমা ফেটে নিহত দ্বিতীয় শ্রেণির ছাত্র

দৌলতাবাদ (মুর্শিদাবাদ), 4 জানুয়ারি: স্কুলের পাশে টিফিনের সময় বোমা ফেটে মৃত্যু হল এক ছাত্রের । ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও কয়েকজন পড়ুয়া । বৃহস্পতিবার দুপুরের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার চোঁয়াডাঙায় । মৃত ছাত্রের নাম মুকলেসুর রহমান (7) । সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত ৷

ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার-সহ এলাকাবাসী । বোমাটি স্কুল সংলগ্ন এলাকায় ফেলে রাখায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে। জখম তিন শিশুকে হাসপাতালে ভরতি করা রয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের প্রাথমিক স্কুলে পড়ত মুকলেসুর রহমান । অন্যদিনের মতো এ দিনও স্কুলে যায় সে ৷ দুপুরে মিড ডে মিল খাওয়ার পর বন্ধুদের সঙ্গে স্কুলের আশেপাশে খেলছিল । সেই সময় বোমাটি নজরে আসে । বল ভেবে কুড়িয়ে সামনের একটি দেওয়ালে ছুড়ে মারতেই বিস্ফোরণ ঘটে । তাতেই শিশুটির প্রাণ যায় ।

বিকট আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা । বেশ কয়েকজনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে । নিথর হয়ে পড়ে ছিল মুকলেসুর । স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা ৷ তাঁরা কান্নায় ভেঙে পড়েন ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায় । পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠায় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় বাসিন্দা আনসার শেখ বলেন, ‘‘স্কুলের পাশে যারা বোমা রেখে গিয়েছিল, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য । তাদের উপযুক্ত শাস্তি হোক ।’’ স্কুলের শিক্ষিকা জেসমিন রহমান বলেন, ‘‘আমিও ছেলেদের সঙ্গে খেলছিলাম । বোমা ফাটার আওয়াজে চমকে গিয়েছিলাম । পরে জানতে পারি কী হয়েছে ।’’

আরও পড়ুন:

  1. ফের একই ঘটনা! বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক শিশু-সহ 2 নাবালক
  2. ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া
  3. বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম যুবক
Last Updated : Jan 4, 2024, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.