ETV Bharat / state

মুর্শিদাবাদেও একাধিক জায়গায় সিবিআই হানা, তল্লাশি বিধায়কের বাড়িতেও - recruitment scam case

CBI raids at Murshidabad: নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে হানা দিয়েছে সিবিআই ৷ ডোমকলের বিধায়কের বাড়িতেও সিবিআই হানা দিয়েছে ৷

CBI raids at Murshidabad
সিবিআই হানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 12:20 PM IST

Updated : Nov 30, 2023, 1:29 PM IST

মুর্শিদাবাদেও একাধিক জায়গায় সিবিআই হানা

মুর্শিদাবাদ, 30 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মুর্শিদাবাদের একাধিক জায়গায় হানা দিল সিবিআই । বৃহস্পতিবার সকাল 10টা থেকে ডোমকলের বিধায়কের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা ৷

ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই । বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শিক্ষক দুর্নীতি নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ৷ এ বার সেই শিক্ষক দুর্নীতি নিয়েই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই । প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও সেখান থেকে বেরোননি সিবিআই আধিকারিকরা ৷

পাশাপাশি বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে বিএড কলেজ মালিক সজল আনসারির বাড়িতেও হানা দিয়েছে সিবিআই । বড়ঞা থানার কুলি এলাকায় এ দিন সজল আনসারি বাড়িতে তিন সদস্যের সিবিআই প্রতিনিধি দল তল্লাশি ও জিজ্ঞাসাদ চালাচ্ছে । বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা । বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি প্রেস লেখা গাড়ি । তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ।

দুটি বিএড কলেজের মালিক সজল আনসারি । এছাড়াও তাঁর নামে একাধিক কলেজের মালিকানা রয়েছে বলে সূত্রের খবর । প্রচুর সম্পত্তির মালিক সজল আনসারি । তাঁর বড়ঞার বাড়িতে এবং ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বর্তমানে তল্লাশি চালাচ্ছে সিবিআই ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কলকাতাতেও বিভিন্ন জায়গায় হানা দিয়েছে সিবিআই ৷ তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা ৷ দেবরাজ গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ৷ সেখানে তল্লাশির পাশাপাশি দেবরাজকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷

এ ছাড়াও এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা
  2. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
  3. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা

মুর্শিদাবাদেও একাধিক জায়গায় সিবিআই হানা

মুর্শিদাবাদ, 30 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মুর্শিদাবাদের একাধিক জায়গায় হানা দিল সিবিআই । বৃহস্পতিবার সকাল 10টা থেকে ডোমকলের বিধায়কের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা ৷

ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই । বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শিক্ষক দুর্নীতি নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ৷ এ বার সেই শিক্ষক দুর্নীতি নিয়েই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই । প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও সেখান থেকে বেরোননি সিবিআই আধিকারিকরা ৷

পাশাপাশি বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে বিএড কলেজ মালিক সজল আনসারির বাড়িতেও হানা দিয়েছে সিবিআই । বড়ঞা থানার কুলি এলাকায় এ দিন সজল আনসারি বাড়িতে তিন সদস্যের সিবিআই প্রতিনিধি দল তল্লাশি ও জিজ্ঞাসাদ চালাচ্ছে । বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা । বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি প্রেস লেখা গাড়ি । তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ।

দুটি বিএড কলেজের মালিক সজল আনসারি । এছাড়াও তাঁর নামে একাধিক কলেজের মালিকানা রয়েছে বলে সূত্রের খবর । প্রচুর সম্পত্তির মালিক সজল আনসারি । তাঁর বড়ঞার বাড়িতে এবং ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বর্তমানে তল্লাশি চালাচ্ছে সিবিআই ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কলকাতাতেও বিভিন্ন জায়গায় হানা দিয়েছে সিবিআই ৷ তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা ৷ দেবরাজ গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ৷ সেখানে তল্লাশির পাশাপাশি দেবরাজকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷

এ ছাড়াও এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা
  2. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
  3. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা
Last Updated : Nov 30, 2023, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.