বহরমপুর , 10 এপ্রিল : পাচারের আগেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গাঁজা উদ্ধার করল BSF ৷ সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ৷ আজ ভোররাতে মুর্শিদাবাদের দিঘলকান্দি ও হারুডাঙা সীমান্ত থেকে গাঁজার বস্তাগুলি উদ্ধার করা হয় ৷
BSF-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহরমপুর সেক্টরের 39 নম্বর ও 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা দুটি আলাদা জায়গা থেকে গাঁজাগুলি উদ্ধার করেন ৷ দু'টি ক্ষেত্রেই কাউকে গ্রেপ্তার করা যায়নি ।
লকডাউনের মাঝেই বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারচক্র সক্রিয় হয়ে উঠেছে । অনুমান, অনেকেই কর্মহীন হয়ে পড়ায় পাচার চক্রের সঙ্গে তারা বেশি করে জড়িয়ে পড়ছে ।
আজ ভোরে দিঘলকান্দি BOP এলাকায় পাচারকারীদের দেখতে পেয়ে তাড়া করেন 39 নম্বর ব্যাটেলিয়নের BSF জওয়ানরা ৷ সেখান থেকে 5 কেজি গাঁজা উদ্ধার করেন তাঁরা । প্রায় একই সময়ে হারুডাঙা BOP এলাকা থেকে 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সাড়ে 3 কেজি গাঁজা উদ্ধার করেন ।