ETV Bharat / state

Bomb Recovered in Samserganj: রাতভর বোমাবাজি ! সামশেরগঞ্জে বোমা উদ্ধার, গ্রেফতার 3 - Bomb Recoverd from Samserganj

পঞ্চায়েত ভোট আসন্ন ৷ তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছে ৷ সামশেরগঞ্জে বুধবার রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে গোলমাল বাধল। হল বোমাবাজিও (Bombing Incident in Samserganj of Murshidabad) ৷

Bomb
বোমা উদ্ধার
author img

By

Published : Feb 10, 2023, 2:56 PM IST

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমাবাজি ও বোমা উদ্ধার

সামশেরগঞ্জ, 10 ফেব্রুয়ারি: মদ খাওয়াকে কেন্দ্র করে গোলমাল । সেখান থেকে রাতভর বোমাবাজির অভিযোগ। অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তরদীপা গ্রাম ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে তিনজন ৷ বৃহস্পতিবার রাতে আমবাগানে পিকনিক পার্টিতে মদ খাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ থেকে উত্তেজনার সূত্রপাত (Bomb Recovered in Samserganj) ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গণ্ডগোলের জেরে রাতভর দফায় দফায় চলে বোমাবাজি ৷ যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি ৷ রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷ তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ বোমাবাজির ঘটনায় কেউ জখম না-হলেও এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে (Bombing Incident in Samserganj of Murshidabad) ৷

এদিকে বুধবার রাতে অন্তরদীপা গ্রাম থেকে চারটি বোমা উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ বসানো হয়েছে পুলিশ পিকেট ৷ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, সামশেরগঞ্জের অন্তরদীপা গ্রামের শেষ প্রান্তের একটি মাঠে মধ্যে বসে মদ খাচ্ছিলেন স্থানীয় কয়েকজন ৷ সেসময় সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি ৷ অভিযোগ, বাইকের লাইট নেশাগ্রস্তদের চোখে পড়তেই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা ৷ তারপরে শুরু হয় গণ্ডগোল ৷ স্থানীয় ডিলার সিরাজুল ইসলাম এবং তৃণমূলের সদস্য মর্তুজা আলি বংশের মধ্যে রেষারেষিতে বোমাবাজি হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: একসঙ্গে উদ্ধার 150টি কৌটোবোমা, ফের চাঞ্চল্য ভাটপাড়ায়

এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন দুই পক্ষ ৷ রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, দাবি পুলিশের ৷ বোমাবাজির ঘটনায় একটি গোষ্ঠীর তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ সিরাজুল ইসলামের বাড়ি থেকে মিলেছে তাজা বোমাগুলি ৷ গ্রেফতার করা হয়েছে সিরাজুল ইসলাম ও তাঁর দুই ছেলেকে ৷ পুলিশের বিরুদ্ধে ডিলারের পুত্রবধূর অভিযোগ, "পুলিশ এসে আমাদের বলছে, 'তোদের বাড়ি থেকে বোমা পেলাম ৷ এবার তোদের স্বামীদের ফাঁসাব' ৷ আমরা যাতে পঞ্চায়েত ভোটে টিকিট না-পাই, তাই তৃণমূল সদস্য এই কাজ করেছে ৷ তৃণমূল সদস্য পুলিশকে বোমা দিয়েছে ৷ তারপর আমাদের বাড়ি থেকে তা পাওয়া গিয়েছে বলে ষড়যন্ত্র করছে ৷ বলছে ফাঁসাব ৷"

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমাবাজি ও বোমা উদ্ধার

সামশেরগঞ্জ, 10 ফেব্রুয়ারি: মদ খাওয়াকে কেন্দ্র করে গোলমাল । সেখান থেকে রাতভর বোমাবাজির অভিযোগ। অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তরদীপা গ্রাম ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে তিনজন ৷ বৃহস্পতিবার রাতে আমবাগানে পিকনিক পার্টিতে মদ খাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ থেকে উত্তেজনার সূত্রপাত (Bomb Recovered in Samserganj) ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গণ্ডগোলের জেরে রাতভর দফায় দফায় চলে বোমাবাজি ৷ যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি ৷ রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷ তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ বোমাবাজির ঘটনায় কেউ জখম না-হলেও এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে (Bombing Incident in Samserganj of Murshidabad) ৷

এদিকে বুধবার রাতে অন্তরদীপা গ্রাম থেকে চারটি বোমা উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ বসানো হয়েছে পুলিশ পিকেট ৷ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, সামশেরগঞ্জের অন্তরদীপা গ্রামের শেষ প্রান্তের একটি মাঠে মধ্যে বসে মদ খাচ্ছিলেন স্থানীয় কয়েকজন ৷ সেসময় সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি ৷ অভিযোগ, বাইকের লাইট নেশাগ্রস্তদের চোখে পড়তেই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা ৷ তারপরে শুরু হয় গণ্ডগোল ৷ স্থানীয় ডিলার সিরাজুল ইসলাম এবং তৃণমূলের সদস্য মর্তুজা আলি বংশের মধ্যে রেষারেষিতে বোমাবাজি হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: একসঙ্গে উদ্ধার 150টি কৌটোবোমা, ফের চাঞ্চল্য ভাটপাড়ায়

এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন দুই পক্ষ ৷ রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, দাবি পুলিশের ৷ বোমাবাজির ঘটনায় একটি গোষ্ঠীর তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ সিরাজুল ইসলামের বাড়ি থেকে মিলেছে তাজা বোমাগুলি ৷ গ্রেফতার করা হয়েছে সিরাজুল ইসলাম ও তাঁর দুই ছেলেকে ৷ পুলিশের বিরুদ্ধে ডিলারের পুত্রবধূর অভিযোগ, "পুলিশ এসে আমাদের বলছে, 'তোদের বাড়ি থেকে বোমা পেলাম ৷ এবার তোদের স্বামীদের ফাঁসাব' ৷ আমরা যাতে পঞ্চায়েত ভোটে টিকিট না-পাই, তাই তৃণমূল সদস্য এই কাজ করেছে ৷ তৃণমূল সদস্য পুলিশকে বোমা দিয়েছে ৷ তারপর আমাদের বাড়ি থেকে তা পাওয়া গিয়েছে বলে ষড়যন্ত্র করছে ৷ বলছে ফাঁসাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.