রেজিনগর (মুর্শিদাবাদ), 4 মে : প্রচুর বোমা, বোমা তৈরির খোল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের রেজিনগরের ৷ ওই এলাকার নাজিরপুর গ্রামে বোমা এবং বোমা তৈরির খোল উদ্ধার করেছে রেজিনগর থানার পুলিশ । উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরকও । বোমা ও বিস্ফোরক উদ্ধারের সময় দমকলের কর্মীরাও উপস্থিত ছিলেন ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিন ব্যাগ বোমা তৈরির খোল ও এক ড্রাম বোমা ।
বিধানসভা ভোটের ফলপ্রকাশ হওয়ার পরেই হিংসার ঘটনা সামনে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ এর মধ্যে আজ রেজিনগর থানার নাজিরপুরে একটি বাগান থেকে উদ্ধার হল বোমা ও বিস্ফোরক । সেই সঙ্গে বোমা তৈরির খোল উদ্ধার করেছে পুলিশ ৷ এদিন স্থানীয়রা পরিত্যক্ত তিনটি নাইলনের ব্যাগ ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন ৷ সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেয় ৷
আরও পড়ুন : দত্তপুকুরে রেললাইনের পাশ থেকে বোমা উদ্ধার
পুলিশ এসে তিনটি নাইলনের ব্যাগ থেকে প্রায় সকেট বোমা তৈরির 70টি খোল উদ্ধার করে । সেখানে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে এক ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ । তার পাশ থেকেই উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বোমা তৈরির বিস্ফোরক । পুলিশের অনুমান, নির্বাচনের সময় অশান্তির লক্ষ্যেই মজুত করা হয়েছিল বোমাগুলি । বম্ব স্কোয়াডের টিম এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে । বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । কে বা কারা বোমা ও বিস্ফোরক মজুত করেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।