জলঙ্গি, 13 ফেব্রুয়ারি : সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ার বাঁশবাগান থেকে উদ্ধার 40টি সকেট বোমা । বোমাগুলি উদ্ধার করে জলঙ্গি থানার পুলিশ ৷
গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ আজ বাঁশবাগান থেকে প্রায় 40টি সকেট বোমা উদ্ধার করে । দুটি কনটেনারের মধ্যে রাখা ছিল বোমাগুলি । কে বা কারা কী উদ্দেশে বোমাগুলি মজুত রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ । বোমাগুলি নিষ্কিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কয়্যাডে ।
নাগরিক মঞ্চের CAA, NRC বিরোধী আন্দোলনে গুলি চালানোর ঘটনায় দুজনের মৃত্যুতে এখনও উত্তেজনায় ফুটছে জলঙ্গি । ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ । সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতে বোমা উদ্ধারের ঘটনায় আরও চাঞ্চল্য ছড়াল । আজকের বোমা উদ্ধারের সঙ্গে নাগরিক মঞ্চ বা তৃণমূল নেতাদের কোন যোগসাজশ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ । কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে । পুলিশের বক্তব্য স্থানীয় গোপন সূত্র মারফত জানতে পেরেই বাঁশবাগানে তল্লাশি অভিযান চালায় পুলিশ ৷ বোমাগুলি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ।