ETV Bharat / state

বহরমপুর শহরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য - bomb found at Berhampore

স্থানীয় জঙ্গলে দু‘টি পরিত্যক্ত ড্রাম দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা । বহরমপুর থানার পুলিশ দু‘টি ড্রামে ধানের তুষের মধ্যে বেশ কয়েকটি বোমা দেখে । দুটি ড্রামে অন্তত 16টি বোমা রয়েছে বলে অনুমান স্থানীয়দের ৷

বহরমপুর শহরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বহরমপুর শহরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
author img

By

Published : Jun 5, 2021, 3:28 PM IST

বহরমপুর, 5 জুন : বহরমপুর শহরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে । স্থানীয় মানুষ এদিন সকালে জঙ্গলে দুটি ড্রাম পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বম্ব স্কোয়াডে খবর দেয় ।
স্থানীয় মানুষের দাবি, শান্ত বহরমপুর শহর নির্বাচনের পর থেকে অশান্ত হতে শুরু করেছে । দিনকয়েক আগে দুষ্কৃতীরা 4 নম্বর ওয়ার্ডে বোমাবাজি করে তাণ্ডব চালায় । আজ সকালে ফের স্থানীয় জঙ্গলে দুটি পরিত্যক্ত ড্রাম দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা । বহরমপুর থানার পুলিশ, দুটি ড্রামে ধানের তুষের মধ্যে বেশ কয়েকটি বোমা দেখে । দুটি ড্রামে অন্তত 16টি বোমা রয়েছে বলে অনুমান করেন স্থানীয়রা ৷

আরও পড়ুন : কাশীপুর থানার পোলেরহাটে বাগান থেকে দুই‌ বালতি বোমা উদ্ধার

বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেয় পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বহরমপুর, 5 জুন : বহরমপুর শহরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে । স্থানীয় মানুষ এদিন সকালে জঙ্গলে দুটি ড্রাম পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বম্ব স্কোয়াডে খবর দেয় ।
স্থানীয় মানুষের দাবি, শান্ত বহরমপুর শহর নির্বাচনের পর থেকে অশান্ত হতে শুরু করেছে । দিনকয়েক আগে দুষ্কৃতীরা 4 নম্বর ওয়ার্ডে বোমাবাজি করে তাণ্ডব চালায় । আজ সকালে ফের স্থানীয় জঙ্গলে দুটি পরিত্যক্ত ড্রাম দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা । বহরমপুর থানার পুলিশ, দুটি ড্রামে ধানের তুষের মধ্যে বেশ কয়েকটি বোমা দেখে । দুটি ড্রামে অন্তত 16টি বোমা রয়েছে বলে অনুমান করেন স্থানীয়রা ৷

আরও পড়ুন : কাশীপুর থানার পোলেরহাটে বাগান থেকে দুই‌ বালতি বোমা উদ্ধার

বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেয় পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.