বহরমপুর, 9 এপ্রিল: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ৷ যদিও বিস্ফোরণের ঘটনার সঙ্গে নিজের বাবা যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী ৷ শনিবার গভীর রাতে রানিনগর-2 গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালি খাতুনের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়। যা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ৷
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার সেখপাড়া এআরএমপি পলিটেকনিক কলেজের পিছনে। বোমা বিস্ফোরণের জেরে প্রধানের বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে বলে অভিযোগ। যদিও হতাহতের কোনও খবর মেলেনি ৷ প্রধানের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় রানিনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রধানের স্বামী আনিসুর রহমান যিনি তৃণমূলের যুব অঞ্চল সভাপতি ৷ তাঁর অভিযোগ, রাত 12টা নাগাদ বাড়ির সামনে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনে চমকে ওঠেন। বিস্ফোরণের জেরে ব্য়াপক ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ ফলে কাউকে সেখানে দেখা যায়নি বলেই দাবি করেছেন আনিসুর রহমান ৷ তবে এই ঘটনার পিছনে তাঁর বাবা জহিরউদ্দিন শেখকেই মূলত দায়ী করছেন আনিসুর। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের দুই ভাই ও বোনের সঙ্গে বাবার কোনও সম্পর্ক নেই। তাঁরা বহুদিন ধরেই আলাদা আছেন। পাশাপাশি, তিনি দাবি করেছেন, বাবা জহিরউদ্দিন শেখ কিছু সময়ের জন্য তৃণমূল করলেও মূলত কংগ্রেস এবং সিপিএম জোটের সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গায় সভা করে গ্রামের মানুষদের কংগ্রেসে যোগ দেওয়ার জন্য়ও বলতেন তিনি।
এখানেই শেষ নয়, পঞ্চায়েত প্রধানের স্বামীর অভিযোগ, এর আগেও জহিরউদ্দিন শেখ বিভিন্নভাবে তাঁদের উপর হামলা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, "আমার স্ত্রী যাতে আবার টিকিট না পায় সে কারণে ভয় দেখানোর জন্য লোক লাগিয়ে বাড়িতে বোমা ফেলে জখম করার চেষ্টা করেছিলেন।" পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ জখম হয়েছে ৷ অনেকে নিহত হয়েছেন বলেও জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে কখনও অন্তর্দ্বন্দ্বের কথা উঠে এসেছে, তো কখনও একদল অন্য দলের উপর হামলা করার অভিযোগ তুলেছে।
আরও পড়ুন: মাথাভাঙ্গায় শীতলকুচির ছায়া ! ছোটবেলার বান্ধবীকে 'খুনের চেষ্টা' যুবকের
এবার বিস্ফোরণে উঠে এলো পারিবারিক অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব। পঞ্চেয়েত প্রধান শেফালি খাতুনের বাড়িতে মধ্যরাতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধানের স্বামী সরাসরি অভিযোগ তোলেন তার বাবা জহিরউদ্দিন শেখের বিরুদ্ধে। বাবা বিরোধী দলের সঙ্গে যুক্ত থাকার জেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।