ডোমকল , 9 মে : কয়েক মাস আগেই কেরালায় কাজের জন্য গিয়েছিলেন ৷ কিন্তু লকডাউন শুরু হওয়ায় বাড়িতে ফিরতে পারছিলেন না ৷ হাতে টাকাও ছিল না ৷ এরপরই আজ সকালে কেরালায় নিজের আস্তানা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম আসিক ইকবাল মণ্ডল (23) ৷ পরিবারের দাবি , বাড়ি ফিরতে না পেরে মানসিক অবসাদ ও হতাশার জেরেই আত্মহত্যা করেছেন তিনি ৷
মাস ছয়েক আগে কেরালায় এক ইট ভাটায় শ্রমিকের কাজে যোগ দেন আসিক ইকবাল । সব ঠিকঠাকই চলছিল ৷ নিয়মিত বাড়িতে টাকাও পাঠাতেন । এইবার ঈদে বাড়ি ফেরার কথা ছিল । কিন্তু তার আগেই দেশজুড়ে লকডাউন শুরু হয় ৷ ফলে সেখানেই আটকে পড়েন তিনি । পাশাপাশি লকডাউনের কারণে কাজও বন্ধ হয়ে যায় ৷ হাতের টাকাও ফুরিয়ে যেতে শুরু করেছিল ৷ ফলে খাবারও জুটছিল না ৷ এদিকে বাড়ি ফেরার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন । এরনাকুলাম থেকে যে ট্রেন বাংলায় এসেছিল , সেই ট্রেনেও উঠতে পারেন নি তিনি । দিন কয়েক ধরে হতাশায় ভুগছিলেন, দাবি পরিবারের । তার জেরেই আত্মহত্যা বলে দাবি পরিবারের ৷
পরিবারের আরও দাবি , বহু পরিযায়ী শ্রমিক এখনও আটকে রয়েছে । তাদের অবিলম্বে ফিরিয়ে আনুক রাজ্য সরকার । তাদের ছেলের মতো যেন আর কেউ এভাবে আত্মহত্যা না করে ৷