ETV Bharat / state

বন্ধুপ্রকাশ নিয়মিত সংঘের শাখায় যেতেন, দাবি BJP সাংসদের

তদন্তকারীদের তরফে নবান্নে যে রিপোর্ট পাঠানো হয় তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । কিন্তু তারপরও আজ বন্ধুপ্রকাশের RSS যোগের কথা বললেন সুভাষ সরকার ।

সুভাষ সরকার
author img

By

Published : Oct 14, 2019, 9:14 PM IST

বহরমপুর, 14 অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি । এই ঘটনাকে কেন্দ্র করে CBI তদন্তের দাবি তুলতে দেখা গেছে BJP নেতৃত্বকে । এবার সেই তালিকায় নাম জুড়ল বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকারের । তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "রাজ্য সরকারের স্বতঃপ্রণোদিত হয়ে CBI তদন্ত চাওয়া উচিত ।"

জিয়াগঞ্জ খুনের তদন্তের গতিপ্রকৃতি জানতে জেলা পুলিশ সুপার মুকেশ কুমারের সঙ্গে আজ দেখা করেন BJP সাংসদ সুভাষ সরকার । পুলিশ সুপারের ঘর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্য তো আশা দিচ্ছে । কিন্তু এর থেকে বেশি দেরি হলে বলব আপনারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে বলুন যে, এই ঘটনার CBI তদন্ত দরকার । রাজ্যকেও একটা অনুমতি দিতে হয় । কারণ এরকম একটা নৃশংস হত্যার নির্ণয় রাজ্য সরকার করতে পারছে না । তাই রাজ্যের নিজেরই উচিত CBI তদন্ত চাওয়া । CBI-এর সাহায্য নেওয়া । তাতে রাজ্য সরকারের মহানুভবতা দেখানো হবে ।"

জিয়াগঞ্জের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য BJP নেতারা দাবি করছিল, মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ RSS-এর সদস্য ছিলেন ৷ সেই কারণেই স্ত্রী, শিশুপুত্র সহ তাঁকে খুন করা হয়েছে । কিন্তু তদন্তকারীদের তরফে নবান্নে যে রিপোর্ট পাঠানো হয় তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । আজ ফের বন্ধুপ্রকাশের RSS যোগের কথা বললেন সুভাষ সরকার । তিনি বলেন, "উনি সংঘের সদস্য ছিলেন । বাড়ির কাছের সংঘের শাখাতে নিয়মিত যেতেন তিনি । বিশেষ করে শনিবার ও রবিবার ।"

প্রসঙ্গত, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কথা অস্বীকার করেছে তাঁর পরিবারের সদস্যরাও । কিন্তু তাতেও অন্য সমীকরণ দেখছেন এই BJP সাংসদ । বলেন, "অনেকে অনেকরকম চাপে নতি স্বীকার করতে বাধ্য হন । তাদের উপর পারিপার্শ্বিক চাপ থাকতে পারে ।"

বহরমপুর, 14 অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি । এই ঘটনাকে কেন্দ্র করে CBI তদন্তের দাবি তুলতে দেখা গেছে BJP নেতৃত্বকে । এবার সেই তালিকায় নাম জুড়ল বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকারের । তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "রাজ্য সরকারের স্বতঃপ্রণোদিত হয়ে CBI তদন্ত চাওয়া উচিত ।"

জিয়াগঞ্জ খুনের তদন্তের গতিপ্রকৃতি জানতে জেলা পুলিশ সুপার মুকেশ কুমারের সঙ্গে আজ দেখা করেন BJP সাংসদ সুভাষ সরকার । পুলিশ সুপারের ঘর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্য তো আশা দিচ্ছে । কিন্তু এর থেকে বেশি দেরি হলে বলব আপনারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে বলুন যে, এই ঘটনার CBI তদন্ত দরকার । রাজ্যকেও একটা অনুমতি দিতে হয় । কারণ এরকম একটা নৃশংস হত্যার নির্ণয় রাজ্য সরকার করতে পারছে না । তাই রাজ্যের নিজেরই উচিত CBI তদন্ত চাওয়া । CBI-এর সাহায্য নেওয়া । তাতে রাজ্য সরকারের মহানুভবতা দেখানো হবে ।"

জিয়াগঞ্জের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য BJP নেতারা দাবি করছিল, মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ RSS-এর সদস্য ছিলেন ৷ সেই কারণেই স্ত্রী, শিশুপুত্র সহ তাঁকে খুন করা হয়েছে । কিন্তু তদন্তকারীদের তরফে নবান্নে যে রিপোর্ট পাঠানো হয় তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । আজ ফের বন্ধুপ্রকাশের RSS যোগের কথা বললেন সুভাষ সরকার । তিনি বলেন, "উনি সংঘের সদস্য ছিলেন । বাড়ির কাছের সংঘের শাখাতে নিয়মিত যেতেন তিনি । বিশেষ করে শনিবার ও রবিবার ।"

প্রসঙ্গত, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কথা অস্বীকার করেছে তাঁর পরিবারের সদস্যরাও । কিন্তু তাতেও অন্য সমীকরণ দেখছেন এই BJP সাংসদ । বলেন, "অনেকে অনেকরকম চাপে নতি স্বীকার করতে বাধ্য হন । তাদের উপর পারিপার্শ্বিক চাপ থাকতে পারে ।"

Intro:জিয়াগঞ্জ খুনে পুলিশ সময় নষ্ট করেছে। রাজ্যের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই তদন্ত চাওয়া। মুর্শিদাবাদে এসে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এমনই মন্তব্য বাঁকুড়ার বিজেলি সাংসদের। Body:বহরমপুর - জিয়াগঞ্জের খুনের ঘটনায়।পুলিশ সময় নষ্ট করেছে। ছদিন পরও কোন কিনারা করতে পারেনি। আমার মনে রাজ্য সরকারের স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই তদন্তের আবেদন করুন। সোমবার দুপুরে খুনের ঘটনায় জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এমনই প্রতিক্রিয়া জানালে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। পাশাপাশি তিনি তদন্তে।পুলিশের ব্যার্থতা নিয়েও প্রশ্ন তোলেন।
ঘটনার সাতদিন পরও জিয়াগঞ্জ খুনের কিনারা না হওয়ায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে। এদিন বাঁকুড়া থেকে এসে তদন্তের গতি প্রকৃতি জানতে জেলা পুলিশ,সুপার মুকেশ কুমারের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। প্রায় ৫৫ মিনিট পুলিশ,সুপারের ঘরে বসে খুনের বিষয়ে আলোচনা করেন তিনি। বেড়িয়ে এসে সংবাদমাধ্যমের সামনে বলেন, ছদিন পরও খুনের কিনারা করতে পারেনি পুলিশ। তদন্তের নামে সময় নষ্ট করেছে। এখন আমার মনে রাজ্য সরকারের স্বতঃপ্রণোদিত হয়ে সিবি আই তদন্তের দাবি জানানো উচিত। তাতে সরকারের ভাবমূর্তি ভালোই হবে। পুলিশ যেখানে ব্যার্থ সেখানে সিবিআই তদন্ত হওয়া উচিত। পুলিশ খুনের তদন্তে এখনও সেভাবে সাফল্য পায়নি। য়বে মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল আরএসএস সমর্থক বলে যে দাবি উঠছিল এদিন সেই দাবি আরও জোড়াল করলেন সুভাষবাবু। তিনি বলেন, মৃত শিক্ষক সয়ং সেবক ছিলেন। সংঘের আলোচনা সভাতে নিয়মিত যেতেন। বিশেষ করে শনি ও রবিবার অবশ্যই সংঘের সভায় হাজির হতেন।Conclusion:মৃত শিক্ষজের আরএসএসে যোগ নিয়েও জোড়ালো দাবি তুললেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.