বহরমপুর, 12 সেপ্টেম্বর : ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়কে খুনের ছক কষা হচ্ছে ৷ সেই উদ্দেশেই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে৷ সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ৷
আজ সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী বলেন, "বিধানসভায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাদানুবাদের পরের দিন থেকে কিছু না জানিয়েই বেপাত্তা ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ৷ মন্ত্রীর অঙ্গুলি হেলনেই সরকারি নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ " সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী আরও অভিযোগ করেন, ভরতপুরের বিধায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে ৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে কংগ্রেস ৷
আরও পড়ুন : মুর্শিদাবাদে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস, শুভেন্দুর মন্তব্যে ধুন্ধুমার বিধানসভা
গত 6 সেপ্টেম্বর বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শুভেন্দু অধিকারীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ভরতপুরের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দিতে হয় ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে মনোজবাবু অভিযোগ তোলেন, ঘটনার পরের দিন থেকে ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী নিরুদ্দেশ ৷ তিনি বলেন, "নদিয়ায় তৃণমূলের বিধায়ক খুনের পর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করে নিরাপত্তারক্ষীরা আগাম না জানিয়ে ছুটি নিতে পারবে না ৷ অথচ বিধানসভার ঘটনার পরে ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী বেপাত্তা ৷" মনোজবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "কমলেশের কিছু হয়ে গেলে তার দায় সরকারকে নিতে হবে ৷ " প্রসঙ্গত পরিবহণমন্ত্রী শুভেন্দু আধিকারী মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষকের পদে রয়েছেন ৷