ETV Bharat / state

ভরতপুরের বিধায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে, অভিযোগ মনোজ চক্রবর্তীর - মনোজ চক্রবর্তী

আজ সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী বলেন, "বিধানসভায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাদানুবাদের পরের দিন থেকে কিছু না জানিয়েই বেপাত্তা ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ৷ মন্ত্রীর অঙ্গুলি হেলনেই সরকারি নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ "

সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী
author img

By

Published : Sep 12, 2019, 11:47 PM IST

বহরমপুর, 12 সেপ্টেম্বর : ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়কে খুনের ছক কষা হচ্ছে ৷ সেই উদ্দেশেই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে৷ সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ৷

আজ সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী বলেন, "বিধানসভায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাদানুবাদের পরের দিন থেকে কিছু না জানিয়েই বেপাত্তা ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ৷ মন্ত্রীর অঙ্গুলি হেলনেই সরকারি নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ " সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী আরও অভিযোগ করেন, ভরতপুরের বিধায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে ৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন : মুর্শিদাবাদে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস, শুভেন্দুর মন্তব্যে ধুন্ধুমার বিধানসভা

সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী

গত 6 সেপ্টেম্বর বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শুভেন্দু অধিকারীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ভরতপুরের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দিতে হয় ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে মনোজবাবু অভিযোগ তোলেন, ঘটনার পরের দিন থেকে ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী নিরুদ্দেশ ৷ তিনি বলেন, "নদিয়ায় তৃণমূলের বিধায়ক খুনের পর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করে নিরাপত্তারক্ষীরা আগাম না জানিয়ে ছুটি নিতে পারবে না ৷ অথচ বিধানসভার ঘটনার পরে ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী বেপাত্তা ৷" মনোজবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "কমলেশের কিছু হয়ে গেলে তার দায় সরকারকে নিতে হবে ৷ " প্রসঙ্গত পরিবহণমন্ত্রী শুভেন্দু আধিকারী মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষকের পদে রয়েছেন ৷

বহরমপুর, 12 সেপ্টেম্বর : ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়কে খুনের ছক কষা হচ্ছে ৷ সেই উদ্দেশেই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে৷ সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ৷

আজ সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী বলেন, "বিধানসভায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাদানুবাদের পরের দিন থেকে কিছু না জানিয়েই বেপাত্তা ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ৷ মন্ত্রীর অঙ্গুলি হেলনেই সরকারি নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ " সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী আরও অভিযোগ করেন, ভরতপুরের বিধায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে ৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন : মুর্শিদাবাদে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস, শুভেন্দুর মন্তব্যে ধুন্ধুমার বিধানসভা

সাংবাদিক বৈঠকে মনোজ চক্রবর্তী

গত 6 সেপ্টেম্বর বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শুভেন্দু অধিকারীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ভরতপুরের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দিতে হয় ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে মনোজবাবু অভিযোগ তোলেন, ঘটনার পরের দিন থেকে ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী নিরুদ্দেশ ৷ তিনি বলেন, "নদিয়ায় তৃণমূলের বিধায়ক খুনের পর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করে নিরাপত্তারক্ষীরা আগাম না জানিয়ে ছুটি নিতে পারবে না ৷ অথচ বিধানসভার ঘটনার পরে ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী বেপাত্তা ৷" মনোজবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "কমলেশের কিছু হয়ে গেলে তার দায় সরকারকে নিতে হবে ৷ " প্রসঙ্গত পরিবহণমন্ত্রী শুভেন্দু আধিকারী মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষকের পদে রয়েছেন ৷

Intro:ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জীকে খুনের ছক কষা হচ্ছে। সেই উদ্দেশ্যেই তুলে নেওয়া হয়েছে নিরাপত্তারক্ষী। সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ বহরমপুরের বিধায়কের। Body:বহরমপুর - বিধানসভায় পরিবহনমন্ত্রীর সঙ্গে বাদানুবাদের পরদিনই কিছু না জানিতে বেপাত্তা ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জীর নিরাপত্তারক্ষী। মন্ত্রীর অঙ্গুলি হেলনেই সরকারি নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সানফবাদিক বৈঠক ডেকে অভিযোগ তুললেন বহরমপুরের বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ চক্রবর্তী। পাশাপাশি সিকিউরিটিহীন ভরতপুরের বিধায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে লিখিত জানিয়েছেন বলেও এদিন জানান মনোজবাবু।
গত ৬ সেপ্টেম্বর বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শুভেন্দু অধিকারীর সঙ্গে তীব্র বাদানিবাদে জড়িয়ে পড়েন কমলেশ চ্যাটার্জী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে সামাল দিতে হয়। এদিন সাংবাদিক বৈঠক ডেকে মনোজবাবু অভিযোগ তোলেন, ঘটনার পরদিন থেকে নিরুদ্দেশ ভরতপুরের বিধায়কের নিরাপত্তারক্ষী। মনোজবাবু বলেন, নদীয়ড় বিধায়ক খুনের পর রাজ্য সরকার নিরাপত্তারক্ষীদের আগাম না জানিয়ে ছুটিতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে।
কিন্তু ছদিন ধরে ভরতপুরের বিধায়ক সিকিউরিটি ছাড়া নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে খুনের চক্রান্ত কিরা হচ্ছে। মনোজবাবু হুঁসিয়ারী দিয়ে বলেন, কমলেশের কিছু হয়ে গেলে তার দায় ও দায়িত্ব সরকারকে নিতে হবে। মুখ্যমন্ত্রী ও স্পিকারকে চিঠি লিখে বিষয়টি জানিয়ে সাক্ষাতের সময় চেয়েছেন মনোজ চক্রবর্তী। বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করায় জেলায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। প্রসঙ্গত পরিবহনমন্ত্রী শুভেন্দু আধিকারী মুর্শিদাবাদ জেলায় দলের পর্যবেক্ষকের পদে রয়েছেন।Conclusion:ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.