লালগোলা (মুর্শিদাবাদ), 26 এপ্রিল : একাধিক দাবিতে ভোট বয়কট করল মুর্শিদাবাদের লালগোলার হরিপুর বালিপাড়া গ্রাম ৷
লালগোলার পাইকপাড়া হরিপুর বালিপাড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামের রাস্তায় আলো নেই ৷ অথচ, মাঠে আলো আছে ! দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তায় আলো লাগানোর কথা বলা হলেও কাজ হয়নি ৷ সেই কারণেই তাঁরা এবার ভোট দেবেন না ৷ লালগোলার হরিপুর বালিপাড়া গ্রামে 220টি ভোট রয়েছে ৷
স্থানীয় বাসিন্দা মুস্তাক বলেন, "এলাকার পঞ্চায়েত সদস্য ও প্রধানকে বারবার আবেদন করেও কাজ হয়নি ৷ তাই ভোট বয়কটের ডাক দিয়েছি আমরা ৷"