বহরমপুর, 21 এপ্রিল : কোভিড প্রোটোকল মেনে বহরমপুরে হবে নরেন্দ্র মোদির জনসভা। কোভিড পরিস্থিতি মাথায় রেখে মোদির সভায় ৫০০ থেকে এক হাজার সমর্থক প্রবেশ করতে পারবেন ৷ দলের তরফে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ পাশাপাশি মোদির বক্তৃতা জেলার প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানোর প্রস্তুতিও চলছে। বহরমপুর স্টেডিয়াম মাঠে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন বিজেপির জেলা পর্যবেক্ষক সুদীপ চট্টোপাধ্য়ায়। প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে একই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আগামী ২৩ এপ্রিল বহরমপুর স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। কিন্তু সারা দেশে করোনা ভাইরাস চোখ রাঙাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জনসভায় বিশাল জমায়েতে নারাজ বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- কাল ভোট, আজ বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে
যদিও এর আগে প্রধানমন্ত্রীর ওই সভার জন্য় লক্ষাধিক সমর্থক হাজির করার লক্ষ্যমাত্রা নিয়েছিল ৷ কিন্তু এই পরিস্থিতিতে এক হাজারের বেশি সমর্থককে সভামাঠে নিয়ে যাওয়া হবে না বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা সভাস্থলে আসবেন তাদের সকলকেই কোভিড প্রোটোকল মেনেই আসতে হবে।
এদিকে মোদির ভার্চুয়াল সভা দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে জেলাজুড়ে ৷ প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিন ও সাউন্ড সিস্টেম লাগানোর কাজ শুরু হয়েছে ৷