বহরমপুর, 25 এপ্রিল: বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল একদল খুদে পড়ুয়া ৷ তবে আহত হয়েছে অনেকই ৷ মঙ্গলবার সাতসকালে বহরমপুরে লরি ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত গাড়ির চালক-সহ 16 জন খুদে পড়ুয়া ৷ মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের তগানার আখের মিল এলাকার জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ আহতরা সকলেই বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও সারগাছি রামকৃষ্ণ মিশনের ম্যাজিক ভ্যানটি ছাত্রদের নিয়ে স্কুলে যাচ্ছিল আখেরমিল এলাকা দিয়ে ৷ সেসময় বিপরীত দিক থেকে আসা একটি লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ম্যাজিক ভ্যানে সজোরে ধাক্কা মারে ৷ সংঘর্ষের পর না-থেমেই চলে যায় লরিটি ৷ ঘটনাটি এলাকাবাসীদেরই প্রথম নজরে আসে ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করেন ৷ একটি স্টেট বাসের সাহায্যে আহতদের বহরমপুর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসাধীন আহতরা ৷
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্কুলের শিক্ষক ও পুলিশ ৷ খুদে পড়ুয়াদের আইকার্ড দেখে খবর দেওয়া হয় অভিভাকদের ৷ তবে ঘাতক লরিটিকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷ ঘাতক লরিচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জনতে তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন: বরযাত্রীর গাড়ি উলটে মৃত্যু হল বরের মামা ও দাদার
এক পড়ুয়ার অভিভাবক শ্যামলী চন্দ্র বলেন, "আমার দুই ছেলে শুভঙ্কর চন্দ্র ও সমীরণ চন্দ্র ৷ ওরা দু‘জনেই সারগাছি রামকৃষ্ণ মিশন স্কুলে পড়ে ৷ প্রতিদিনের মতো এদিনও বাচ্চাদের স্কুলে পাঠাই ৷ কিন্তু আধঘণ্টা পরে একটি ফোন আসে ৷ জানতে পারি বাচ্চাদের স্কুল ভ্যানটিতে একটি লরি ধাক্কা মেরেছে ৷ ফোনে আমাকে বলা হয় হাসপাতালে আসতে ৷ সেইমতো হাসপাতালে আসি ৷ স্কুলে ভ্যানের সকল পড়ুয়া প্রাথমিক বিভাগের ৷ তবে কেউ গুরুতর আহত হয়নি ৷"