ETV Bharat / state

কংগ্রেস নেতার ধাবা থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রসহ বোমা তৈরির সরঞ্জাম - MURSHIDABAD

গোপন সূত্রে খবর অভিযান চালায় পুলিশ ৷ এরপরই উদ্ধার হয় অস্ত্র ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন কংগ্রেস নেতা ৷

নবগ্রাম
নবগ্রাম
author img

By

Published : Jan 30, 2021, 9:34 PM IST

নবগ্রাম, 30 জানুয়ারি : কংগ্রেস নেতার ধাবা থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির সরঞ্জাম ৷ মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা ৷ 34 নম্বর জাতীয় সড়কের পাশে পলসন্ডা মোড়ে কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদবের ধাবাটি রয়েছে ৷ যদিও কংগ্রেস নেতার বক্তব্য, ওই অস্ত্র তাঁর নয় ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন নবগ্রাম সেনা ছাউনির জওয়ান ও নবগ্রাম থানার পুলিশেরা অভিযান চালায় ৷ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কংগ্রেস নেতা ৷ তাঁর দাবি, শেরু শেখ নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্রটি সেখানে ফেলে গেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : সুস্থ আছেন, আগামীকাল সম্ভবত বাড়ি ফিরছেন সৌরভ

এদিন নবগ্রাম সেনা ছাউনি পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই ধাবাতে অস্ত্র কারবার চলার খবর ছিল ৷ সেইমতোই তাঁরা ধাবায় হানা দেন ৷ অভিযোগ, সেখানে ধীরেন্দ্রনাথ যাদব তাঁদের বাধা দেয় ৷ এরপরেই ধাবার ভিতর থেকে দেশি পিস্তল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ৷ যদিও কংগ্রেস নেতার দাবি ওই অস্ত্র শেরু শেখ নামে এক ব্যক্তির ৷ শেরু শেখ ঘটনায় জড়িত থাকলেও ধাবা থেকে কেন অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

নবগ্রাম, 30 জানুয়ারি : কংগ্রেস নেতার ধাবা থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির সরঞ্জাম ৷ মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা ৷ 34 নম্বর জাতীয় সড়কের পাশে পলসন্ডা মোড়ে কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদবের ধাবাটি রয়েছে ৷ যদিও কংগ্রেস নেতার বক্তব্য, ওই অস্ত্র তাঁর নয় ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন নবগ্রাম সেনা ছাউনির জওয়ান ও নবগ্রাম থানার পুলিশেরা অভিযান চালায় ৷ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কংগ্রেস নেতা ৷ তাঁর দাবি, শেরু শেখ নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্রটি সেখানে ফেলে গেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : সুস্থ আছেন, আগামীকাল সম্ভবত বাড়ি ফিরছেন সৌরভ

এদিন নবগ্রাম সেনা ছাউনি পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই ধাবাতে অস্ত্র কারবার চলার খবর ছিল ৷ সেইমতোই তাঁরা ধাবায় হানা দেন ৷ অভিযোগ, সেখানে ধীরেন্দ্রনাথ যাদব তাঁদের বাধা দেয় ৷ এরপরেই ধাবার ভিতর থেকে দেশি পিস্তল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ৷ যদিও কংগ্রেস নেতার দাবি ওই অস্ত্র শেরু শেখ নামে এক ব্যক্তির ৷ শেরু শেখ ঘটনায় জড়িত থাকলেও ধাবা থেকে কেন অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.