ETV Bharat / state

কান্দিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

author img

By

Published : Jun 6, 2020, 7:42 AM IST

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ । শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ওঠে । অন্যদিকে , শ্বশুরবাড়ির দাবি , তিনি আত্মহত্যা করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মুর্শিদাবাদের কান্দি থানার কোটালদিঘি গ্রামের ঘটনা ।

Murder
ছবিটির প্রতীকী

কান্দি , 6 জুন : গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম মহিলা খাতুন (35) । প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে খুন করা হয়েছে । মুর্শিদাবাদের কান্দি থানার কোটালদিঘী গ্রামের ঘটনা ।

জানা গেছে , শুক্রবার সকালে হঠাৎ-ই মেয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয় তাঁর বাপের বাড়িতে । শ্বশুরবাড়ি থেকেই এই খবর দেওয়া হয় । বাপের বাড়ির লোক এবং সেখানকার কয়েকজন প্রতিবেশী সেখানে যায় । সকলে সেখানে পৌঁছানো মাত্রই শ্বশুরবাড়ির সকলে হঠাৎ-ই তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ । পাশাপাশি , মৃতার বাপের বাড়ির অভিযোগ , তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । এমনকী তারা জানায় , মৃত্যুর আগে মেয়ে সোশাল মিডিয়ায় লাইভ করেছিল । কিন্তু সেই প্রমাণ লোপাট করে দেওয়া হয় বলে অভিযোগ । তাঁর 10 ভরি সোনার গহনাও নিয়ে নেওয়া হয়েছে । এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে আসে কান্দি থানার পুলিশ । এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি , মৃতার বাপের বাড়ির লোকেরা কান্দি থানায় খুনের অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে ।

খুনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে শুরু করেছে কান্দি থানার পুলিশ ।

কান্দি , 6 জুন : গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম মহিলা খাতুন (35) । প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে খুন করা হয়েছে । মুর্শিদাবাদের কান্দি থানার কোটালদিঘী গ্রামের ঘটনা ।

জানা গেছে , শুক্রবার সকালে হঠাৎ-ই মেয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয় তাঁর বাপের বাড়িতে । শ্বশুরবাড়ি থেকেই এই খবর দেওয়া হয় । বাপের বাড়ির লোক এবং সেখানকার কয়েকজন প্রতিবেশী সেখানে যায় । সকলে সেখানে পৌঁছানো মাত্রই শ্বশুরবাড়ির সকলে হঠাৎ-ই তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ । পাশাপাশি , মৃতার বাপের বাড়ির অভিযোগ , তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । এমনকী তারা জানায় , মৃত্যুর আগে মেয়ে সোশাল মিডিয়ায় লাইভ করেছিল । কিন্তু সেই প্রমাণ লোপাট করে দেওয়া হয় বলে অভিযোগ । তাঁর 10 ভরি সোনার গহনাও নিয়ে নেওয়া হয়েছে । এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে আসে কান্দি থানার পুলিশ । এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি , মৃতার বাপের বাড়ির লোকেরা কান্দি থানায় খুনের অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে ।

খুনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে শুরু করেছে কান্দি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.