জিয়াগঞ্জ, 10 অক্টোবর : জিয়াগঞ্জে একই পরিবারের তিন সদস্য খুনের পর 48 ঘণ্টা কেটে গেছে । কিন্তু এখনও তদন্তে নেমে কোনও সাফল্য পায়নি পুলিশ । গ্রেপ্তার হয়নি কেউ । এই ঘটনায় ক্ষুব্ধ নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা । দু'দিন কেটে গেলেও CID-পুলিশ প্রশাসন কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা ।
আরও পড়ুন : জিয়াগঞ্জে খুনের ঘটনায় রাজ্যকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের
ময়নাতদন্তের পর বৃহস্পতিবার মৃতদেহ সামনে রেখে CID তদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা । জেলা পুলিশের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা । এদিকে পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । কয়েকটি সূত্র সামনে এসেছে । সেই সূত্র ধরে তদন্ত শুরু করছে পুলিশ ।
আরও পড়ুন : মাত্রা ছাড়িয়েছে বাংলার হিংসা, জিয়াগঞ্জ খুন নিয়ে কড়া প্রতিক্রিয়া BJP-র
পুলিশের দাবি, মাদক জাতীয় কিছু খাইয়ে অচেতন করার পর তিনজনকে খুন করা হয়েছে । দশমীর দিন সকালে জিয়াগঞ্জে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের ছ'বছরের ছেলে অঙ্গন পাল । পুলিশ এখনও খুনের কিনারা করতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসী ।
অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন, "ঘটনাস্থান থেকে কয়েকটি সূত্র আমরা পেয়েছি । একটি নোট উদ্ধার করা হয়েছে । সম্ভবত সেটি বন্ধুপ্রকাশবাবুর স্ত্রী বিউটির লেখা । আমরা হস্তরেখা বিশারদের সাহায্য নিচ্ছি । নোটটি পড়ে মনে হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা ছিল । এছাড়া ঘটনাস্থান থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে । এখনও পর্যন্ত তদন্ত যে পর্যায়ে তাতে এই খুনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি ।"
উল্লেখ্য এই ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন (NCW) । মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।