ETV Bharat / state

CID-পুলিশ কোথায় গেল, ক্ষোভ উগরে দিল জিয়াগঞ্জের নিহতের পরিবার - crime

48 ঘণ্টা পেরিয়ে গেলেও জিয়াগঞ্জে একই পরিবারে তিন সদস্যর খুনের কিনারা করতে পারল না পুলিশ ৷ ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছে পরিবার ।

জিয়াগঞ্জ খুন
author img

By

Published : Oct 10, 2019, 6:40 PM IST

Updated : Oct 10, 2019, 8:56 PM IST

জিয়াগঞ্জ, 10 অক্টোবর : জিয়াগঞ্জে একই পরিবারের তিন সদস্য খুনের পর 48 ঘণ্টা কেটে গেছে । কিন্তু এখনও তদন্তে নেমে কোনও সাফল্য পায়নি পুলিশ । গ্রেপ্তার হয়নি কেউ । এই ঘটনায় ক্ষুব্ধ নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা । দু'দিন কেটে গেলেও CID-পুলিশ প্রশাসন কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন : জিয়াগঞ্জে খুনের ঘটনায় রাজ্যকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের

ময়নাতদন্তের পর বৃহস্পতিবার মৃতদেহ সামনে রেখে CID তদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা । জেলা পুলিশের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা । এদিকে পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । কয়েকটি সূত্র সামনে এসেছে । সেই সূত্র ধরে তদন্ত শুরু করছে পুলিশ ।

আরও পড়ুন : মাত্রা ছাড়িয়েছে বাংলার হিংসা, জিয়াগঞ্জ খুন নিয়ে কড়া প্রতিক্রিয়া BJP-র

পুলিশের দাবি, মাদক জাতীয় কিছু খাইয়ে অচেতন করার পর তিনজনকে খুন করা হয়েছে । দশমীর দিন সকালে জিয়াগঞ্জে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের ছ'বছরের ছেলে অঙ্গন পাল । পুলিশ এখনও খুনের কিনারা করতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসী ।

অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন, "ঘটনাস্থান থেকে কয়েকটি সূত্র আমরা পেয়েছি । একটি নোট উদ্ধার করা হয়েছে । সম্ভবত সেটি বন্ধুপ্রকাশবাবুর স্ত্রী বিউটির লেখা । আমরা হস্তরেখা বিশারদের সাহায্য নিচ্ছি । নোটটি পড়ে মনে হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা ছিল । এছাড়া ঘটনাস্থান থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে । এখনও পর্যন্ত তদন্ত যে পর্যায়ে তাতে এই খুনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি ।"

উল্লেখ্য এই ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন (NCW) । মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।

জিয়াগঞ্জ, 10 অক্টোবর : জিয়াগঞ্জে একই পরিবারের তিন সদস্য খুনের পর 48 ঘণ্টা কেটে গেছে । কিন্তু এখনও তদন্তে নেমে কোনও সাফল্য পায়নি পুলিশ । গ্রেপ্তার হয়নি কেউ । এই ঘটনায় ক্ষুব্ধ নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা । দু'দিন কেটে গেলেও CID-পুলিশ প্রশাসন কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন : জিয়াগঞ্জে খুনের ঘটনায় রাজ্যকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের

ময়নাতদন্তের পর বৃহস্পতিবার মৃতদেহ সামনে রেখে CID তদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা । জেলা পুলিশের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা । এদিকে পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । কয়েকটি সূত্র সামনে এসেছে । সেই সূত্র ধরে তদন্ত শুরু করছে পুলিশ ।

আরও পড়ুন : মাত্রা ছাড়িয়েছে বাংলার হিংসা, জিয়াগঞ্জ খুন নিয়ে কড়া প্রতিক্রিয়া BJP-র

পুলিশের দাবি, মাদক জাতীয় কিছু খাইয়ে অচেতন করার পর তিনজনকে খুন করা হয়েছে । দশমীর দিন সকালে জিয়াগঞ্জে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের ছ'বছরের ছেলে অঙ্গন পাল । পুলিশ এখনও খুনের কিনারা করতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসী ।

অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন, "ঘটনাস্থান থেকে কয়েকটি সূত্র আমরা পেয়েছি । একটি নোট উদ্ধার করা হয়েছে । সম্ভবত সেটি বন্ধুপ্রকাশবাবুর স্ত্রী বিউটির লেখা । আমরা হস্তরেখা বিশারদের সাহায্য নিচ্ছি । নোটটি পড়ে মনে হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা ছিল । এছাড়া ঘটনাস্থান থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে । এখনও পর্যন্ত তদন্ত যে পর্যায়ে তাতে এই খুনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি ।"

উল্লেখ্য এই ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন (NCW) । মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।

Intro:ঘটনার ৪৮ ঘন্টা পরেও একই পরিবারের তিনজন খুনের কিনারা জিরতে ব্যার্থ পুলিশ। ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনায় সিআইডি তদন্তের দাবি পরিবারের। Body:জিয়াগঞ্জ- ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও জিয়াগঞ্জে একই পরিবারের তিনজন খুনের কিনারা করতে পারল না পুলিশ। এদিন মৃতদেহ সামনে রেখে ঘটনার CID তদন্তের দাবি জানালেন মৃতের পরিবার বর্গ। পশাপাশি জেলা পুলিশের ব্যার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এদিকে পুলিশের দাবি তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুন সংক্রান্ত বেশ কয়েকটি তথ্যও সামনে এসেছে। সেই তথ্য ধরেই তদন্ত এগোচ্ছে পুলিশ।
ময়না তদন্তের পর এদিন মৃতদেহ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন পরিবার ও প্রতিবেশীরা। পুলিশের দাবি, মাদিক জাতীয় কিছু খাইয়ে অচৈতন্য অবস্থায় খুন করা হয়েছে। পেসঙ্গত, দশমীর দিন সকালে জিয়াগঞ্জের বাড়িতে ঢুকে খুন করা হয়েছে স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছয় বছরের সন্তানকে। কিন্তু পুলিশ এখনও খুনের কিনারা করতে না পারায় ক্ষুব্ধ এলাকার মানুষ।Conclusion:পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
Last Updated : Oct 10, 2019, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.