ETV Bharat / state

Adhir slams Mamata Govt: শিশু সুরক্ষা ও হাওড়ার ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর

বহরমপুরের সরকারি হোম থেকে শিশু নিখোঁজের ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর ৷ তাঁকে মন্তব্য করতে শোনা গেল হাওড়ার শিবপুরের ঘটনা নিয়েও ৷ এই ঘটনায়ও রাজ্য সরকারকেই দুষলেন তিনি ৷

Adhir Ranjan Chowdhury
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী
author img

By

Published : Apr 1, 2023, 8:50 PM IST

রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর

বহরমপুর, 1 এপ্রিল: শিশু সুরক্ষা নিয়ে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । বহরমপুরে সরকারি হোমের 11 জন কিশোর নিখোঁজের ঘটনায় এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ অধীর বলেন, "আমার মনে হয় তাদের উপর অত্যাচার হয় ৷ খাবার দেওয়া হয় না ৷ যত্ন নেওয়া হয়নি । তাই তাদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে । কেন পালাচ্ছে, তার তদন্ত হওয়া উচিত ।"

পাশাপাশি হাওড়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ এমনকী এই ঘটনায় তিনি শুভেন্দু অধিকারীর এনআইএ তদন্তের দাবি খারিজ করে দেন ৷ রাজ্য সরকারের গাফিলতির দিকেই আঙুল তুলে অধীররঞ্জন চৌধুরী জানান, মশা মারতে কামান দাগার দরকার নেই । চেষ্টা করলে রাজ্য সরকারই এর তদন্ত করতে পারবে । সব ভিডিয়ো ফুটেজ রয়েছে । রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । তবে সবার আগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ যাদের উপর দায়িত্ব ছিল ৷ রাজ্য সরকার মনে করলেই সব করে দেখাতে পারে বলে তাঁর মত।

বহরমপুরের সরকারি হোম থেকে বারবার আবাসিক পালিয়ে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সরকারি স্কুলের পাঁচিল টপকে 11 শিশু পালিয়ে গিয়েছে ৷ যদিও 48 ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের এখনও কোনও হদিশ মেলেনি । এই নিয়ে প্রশাসনের গাফিলতিকেই সামনে এনেছেন বহরমপুরের সাংসদ । তাঁর কথায়, পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করতেই ব্যস্ত। শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনও মাথাব্যথা নেই । তাই শিশুদের এই অবস্থা । তারা কেউ ক্রিমিন্যাল নয় । তাহলে পালাচ্ছে কেন ? এই তদন্ত হওয়া উচিত । সবটাই তদন্ত সাপেক্ষ। তাদের পালানোর পিছনে বড় কারণ রয়েছে বলে তিনি দাবি করেন । পাশাপাশি শিশুদের জন্য বরাদ্দ টাকা লুটের অভিযোগ করেন অধীর চৌধুরী ।

আরও পড়ুন: অশান্তির জের, শিবপুরের দায়িত্বে 11 জন আইপিএস আধিকারিক

রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর

বহরমপুর, 1 এপ্রিল: শিশু সুরক্ষা নিয়ে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । বহরমপুরে সরকারি হোমের 11 জন কিশোর নিখোঁজের ঘটনায় এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ অধীর বলেন, "আমার মনে হয় তাদের উপর অত্যাচার হয় ৷ খাবার দেওয়া হয় না ৷ যত্ন নেওয়া হয়নি । তাই তাদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে । কেন পালাচ্ছে, তার তদন্ত হওয়া উচিত ।"

পাশাপাশি হাওড়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ এমনকী এই ঘটনায় তিনি শুভেন্দু অধিকারীর এনআইএ তদন্তের দাবি খারিজ করে দেন ৷ রাজ্য সরকারের গাফিলতির দিকেই আঙুল তুলে অধীররঞ্জন চৌধুরী জানান, মশা মারতে কামান দাগার দরকার নেই । চেষ্টা করলে রাজ্য সরকারই এর তদন্ত করতে পারবে । সব ভিডিয়ো ফুটেজ রয়েছে । রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । তবে সবার আগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ যাদের উপর দায়িত্ব ছিল ৷ রাজ্য সরকার মনে করলেই সব করে দেখাতে পারে বলে তাঁর মত।

বহরমপুরের সরকারি হোম থেকে বারবার আবাসিক পালিয়ে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সরকারি স্কুলের পাঁচিল টপকে 11 শিশু পালিয়ে গিয়েছে ৷ যদিও 48 ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের এখনও কোনও হদিশ মেলেনি । এই নিয়ে প্রশাসনের গাফিলতিকেই সামনে এনেছেন বহরমপুরের সাংসদ । তাঁর কথায়, পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করতেই ব্যস্ত। শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনও মাথাব্যথা নেই । তাই শিশুদের এই অবস্থা । তারা কেউ ক্রিমিন্যাল নয় । তাহলে পালাচ্ছে কেন ? এই তদন্ত হওয়া উচিত । সবটাই তদন্ত সাপেক্ষ। তাদের পালানোর পিছনে বড় কারণ রয়েছে বলে তিনি দাবি করেন । পাশাপাশি শিশুদের জন্য বরাদ্দ টাকা লুটের অভিযোগ করেন অধীর চৌধুরী ।

আরও পড়ুন: অশান্তির জের, শিবপুরের দায়িত্বে 11 জন আইপিএস আধিকারিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.