ETV Bharat / state

রামের নামে রাজনীতি করছে বিজেপি, নাম না করে আক্রমণ অধীরের - BJP

Adhir Ranjan Chowdhry: রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করলেন অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর কথায়, রামের নাম করে একটি রাজনৈতিক দল নিজেদের প্রচার করছে ৷

Adhir Ranjan Chowdhry
Adhir Ranjan Chowdhry
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 6:51 PM IST

Updated : Dec 30, 2023, 7:18 PM IST

রামের নামে রাজনীতি করছে বিজেপি, নাম না করে আক্রমণ অধীরের

বহরমপুর, 30 ডিসেম্বর: রামের নামে শুধু রামমন্দির হচ্ছে না । রামের নাম করে একটা দল নিজেদের মতো করে রাজনীতি শুরু করে দিয়েছে । লোকসভা ভোটের আগে ঘরে ঘরে রামনাম পৌঁছে দেওয়ার পিছনে রয়েছে রাজনীতি । শনিবার বহরমপুরে বসে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এভাবেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । পাশাপাশি তিনি বলেন, ‘‘বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে কোনও আমল দেয়নি । ধর্মের নামে রাজনীতিও বিশ্বাস করেনি কোনোদিন ।’’

আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে । তার আগে আজ শনিবার অযোধ্যা গিয়ে বিমানবন্দর-সহ বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এ দিনই রামমন্দির নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ।

তিনি বলেন, ‘‘রাম ভারবর্ষের সর্বস্তরের মানুষের কাছে দেবতার আসনে রয়েছেন । রামকে আমরা আজ থেকে চিনি না । যুগ যুগ ধরে চিনি । রাম আমাদের কাছে আস্থার । মৃত্যু হলেও রাম নাম করা হয় । মহত্মা গান্ধি শহিদ হওয়ার সময় হে রাম বলেছিলেন । অযোধ্যায় রামমন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে । তাতে আমাদের কিছু বলার নেই । কিন্তু রামের নামে শুধু রাম মন্দির হচ্ছে না । রামের নাম করে একটা রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার করতে শুরু করেছে ।’’

অধীর আরও বলেন, ‘‘রামমন্দির এক জিনিস । আর রাম মন্দিরের নামে প্রচার আর এক জিনিস । দু’টোকে সংমিশ্রণ করলে রামের মাহাত্ম্য খাটো করা হয় । এটা আমার ব্যক্তিগত মতামত । লালকৃষ্ণ আদবানিও বলে গিয়েছেন, রাম আমাদের আস্থার বিষয় । বাংলার মানুষ রামনবমী পালিন করে । দুর্গাপুজো, কালী পুজোয় উৎসবও পালন করে । তবে বাংলার মানুষ ধর্মের রাজনীতিতে বিশ্বাস করে না । বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না ।’’

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  2. রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের
  3. রামমন্দিরের উদ্বোধনে কংগ্রেসের থাকা নিয়ে সংশয় ! 'সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে', মন্তব্য থারুরের

রামের নামে রাজনীতি করছে বিজেপি, নাম না করে আক্রমণ অধীরের

বহরমপুর, 30 ডিসেম্বর: রামের নামে শুধু রামমন্দির হচ্ছে না । রামের নাম করে একটা দল নিজেদের মতো করে রাজনীতি শুরু করে দিয়েছে । লোকসভা ভোটের আগে ঘরে ঘরে রামনাম পৌঁছে দেওয়ার পিছনে রয়েছে রাজনীতি । শনিবার বহরমপুরে বসে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এভাবেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । পাশাপাশি তিনি বলেন, ‘‘বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে কোনও আমল দেয়নি । ধর্মের নামে রাজনীতিও বিশ্বাস করেনি কোনোদিন ।’’

আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে । তার আগে আজ শনিবার অযোধ্যা গিয়ে বিমানবন্দর-সহ বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এ দিনই রামমন্দির নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ।

তিনি বলেন, ‘‘রাম ভারবর্ষের সর্বস্তরের মানুষের কাছে দেবতার আসনে রয়েছেন । রামকে আমরা আজ থেকে চিনি না । যুগ যুগ ধরে চিনি । রাম আমাদের কাছে আস্থার । মৃত্যু হলেও রাম নাম করা হয় । মহত্মা গান্ধি শহিদ হওয়ার সময় হে রাম বলেছিলেন । অযোধ্যায় রামমন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে । তাতে আমাদের কিছু বলার নেই । কিন্তু রামের নামে শুধু রাম মন্দির হচ্ছে না । রামের নাম করে একটা রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার করতে শুরু করেছে ।’’

অধীর আরও বলেন, ‘‘রামমন্দির এক জিনিস । আর রাম মন্দিরের নামে প্রচার আর এক জিনিস । দু’টোকে সংমিশ্রণ করলে রামের মাহাত্ম্য খাটো করা হয় । এটা আমার ব্যক্তিগত মতামত । লালকৃষ্ণ আদবানিও বলে গিয়েছেন, রাম আমাদের আস্থার বিষয় । বাংলার মানুষ রামনবমী পালিন করে । দুর্গাপুজো, কালী পুজোয় উৎসবও পালন করে । তবে বাংলার মানুষ ধর্মের রাজনীতিতে বিশ্বাস করে না । বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না ।’’

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  2. রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের
  3. রামমন্দিরের উদ্বোধনে কংগ্রেসের থাকা নিয়ে সংশয় ! 'সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে', মন্তব্য থারুরের
Last Updated : Dec 30, 2023, 7:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.