কলকাতা, 7 ফেব্রুয়ারি: বিজেপি-তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে বামেদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস ৷ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে প্রার্থী না-দিয়ে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা ৷ এখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী লড়াই ৷ কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন ব্যারণ বিশ্বাস ৷ 27 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ভোট নিয়ে উদ্বেগে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ৷ ওই কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করলেন তিনি । নির্বাচন কমিশনারের কাছে ওই কেন্দ্রের 59টি স্পর্শকাতর বুথের তালিকা দিয়ে আগে থেকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন অধীর ৷ সোমবার বিজেপির দিলীপ সাহা মনোনয়নপত্র জমা দেন ৷ তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷
সংসদীয় বাজেট অধিবেশন চলছে ৷ সূত্রের খবর, এর মাঝে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে যান লোকসভায় বিরোধী দলের নেতা ৷ সেখানে উপস্থিত আধিকারিকদের কাছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে কথা বলেন অধীরবাবু ৷ পরে সংবাদমাধ্যমে তিনি বলেন, "সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন সুষ্ঠু ভাবে করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে কমিশনের কাছে ৷ কেন্দ্রীয় বাহিনী যাতে ভোটের কয়েকদিন আগে চলে আসে, তা নিশ্চিতের কথা বলা হয়েছে ৷ কারণ, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কিছু দিন আগে থেকে এলাকায় বাহিনী মোতায়েন থাকলে মানুষ ভরসা পাবেন ।"
আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী 'মমতা ঘনিষ্ঠ' বলে অভিযোগ
প্রদেশ কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাংগঠনিক ইনচার্জ নিলয় প্রামাণিক বলেন, "সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অনুরোধে বামফ্রন্টের পক্ষ থেকে কোনও রকম প্রার্থী না দিয়ে উক্ত কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী ব্যারণ বিশ্বাসকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে ৷ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এই সর্বাত্মক জোটবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে বামফ্রন্টকে জানাই সংগ্রামী অভিনন্দন ৷" প্রসঙ্গত 12 ফেব্রুয়ারি রাজ্যে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৷