ETV Bharat / state

Adhir Condemns Slapping BJP Leader: বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারার ঘটনার নিন্দা অধীরের

ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) বেঙ্গল চ্যাপ্টার নিয়ে শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌঁছান অধীর চৌধুরী ৷ সেখান থেকে তিনি বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারার ঘটনায় তৃণমূলের সমালোচনা করেন ৷

Adhir Chowdhury
Adhir Chowdhury
author img

By

Published : Jan 14, 2023, 7:50 PM IST

ভারত জোড়ো যাত্রা নিয়ে মুর্শিদাবাদে অধীর চৌধুরী

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 14 জানুয়ারি: দিদির দূতের বিরুদ্ধে বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারার অভিযোগ উঠেছে (TMC leader slapping BJP leader) ৷ এই নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ৷ তিনি বললেন, ‘‘এই বাংলায় কিছু দাবি করলেই মার খেতে হবে । ভালো কাজ করলে জেলে যেতে হবে । এটাই তৃণমূলের সংস্কৃতি ।’’

চড় মারার ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ৷ সেখানে দিদির সুরক্ষা কবচের (Didir Surakhsha Kawach) কর্মসূচিতে হাজির হয়েছিলেন দিদির দূতেরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও ৷ অভিযোগ, তাঁর সামনে বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারেন এক তৃণমূল কর্মী ৷

এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সাংবাদিক বৈঠক করেন বহরমপুরের সাংসদ ৷ সেখানে তাঁকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখনই তিনি এই নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব হন ৷ পাশাপাশি বীরভূমে মিড ডে মিলে সাপ মেলার ঘটনাতেও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান ৷

তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে দিদির মুখে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটে । পঞ্চায়েত ভোট মিটে গেলেই সব প্রতিশ্রুতি শেষ । সরকারি স্কুলে শিক্ষক নেই । শিক্ষক থাকলেও তাদের ঘুষ দিয়ে চাকরি পেতে হয় । তাই সরকারি স্কুল থেকে হুড়হুড় করে ছাত্র ছাত্রীরা বেসরকারি স্কুলে চলে যাচ্ছে । তাদের আটকাতে নয়া প্রলোভন । মিড ডে মিলে মাংস দেওয়া হবে, ফল দেওয়া হবে, দুধ দেওয়া হবে । দিলেই ভালো । ছাত্র ছাত্রীরা পেলেই ভালো । তবে কতদিন পাবে জানি না । এই তো দেখলাম মিড ডে মিলে সাপ দেওয়া হচ্ছে । সাপ সিদ্ধ করে মিড ডে মিলে দেওয়া হচ্ছে ।’’

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করেছেন ভারত জোড়ো যাত্রা ৷ ওই যাত্রা শেষ হবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ এই যাত্রা বাংলাতে না এলেও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আলাদা করে ভারত জোড়ো যাত্রার বেঙ্গল চ্যাপ্টারের আয়োজন করা হয়েছে ৷ সাগর থেকে পাহাড় হাঁটছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এদিন তিনি ছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷

শনিবার সকালে ব্যাংডুবি মোড় থেকে শুরু হয় এদিনের যাত্রা । তারপরেই নিমতিতা-সহ বিভিন্ন গ্রামে পদযাত্রা পরিক্রমা করে । দুপুরে রতনপুর ডাকবাংলা এলাকায় মধ্যাহ্নভোজন করেন অধীর চৌধুরী-সহ অন্যান্য নেতারা । ভারত জোড়ো যাত্রা সামসেরগঞ্জে প্রবেশ করতেই সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় । বিভিন্ন জায়গায় অনুগামীরা ফুল দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে ।

আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !

ভারত জোড়ো যাত্রা নিয়ে মুর্শিদাবাদে অধীর চৌধুরী

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 14 জানুয়ারি: দিদির দূতের বিরুদ্ধে বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারার অভিযোগ উঠেছে (TMC leader slapping BJP leader) ৷ এই নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ৷ তিনি বললেন, ‘‘এই বাংলায় কিছু দাবি করলেই মার খেতে হবে । ভালো কাজ করলে জেলে যেতে হবে । এটাই তৃণমূলের সংস্কৃতি ।’’

চড় মারার ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ৷ সেখানে দিদির সুরক্ষা কবচের (Didir Surakhsha Kawach) কর্মসূচিতে হাজির হয়েছিলেন দিদির দূতেরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও ৷ অভিযোগ, তাঁর সামনে বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারেন এক তৃণমূল কর্মী ৷

এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সাংবাদিক বৈঠক করেন বহরমপুরের সাংসদ ৷ সেখানে তাঁকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখনই তিনি এই নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব হন ৷ পাশাপাশি বীরভূমে মিড ডে মিলে সাপ মেলার ঘটনাতেও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান ৷

তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে দিদির মুখে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটে । পঞ্চায়েত ভোট মিটে গেলেই সব প্রতিশ্রুতি শেষ । সরকারি স্কুলে শিক্ষক নেই । শিক্ষক থাকলেও তাদের ঘুষ দিয়ে চাকরি পেতে হয় । তাই সরকারি স্কুল থেকে হুড়হুড় করে ছাত্র ছাত্রীরা বেসরকারি স্কুলে চলে যাচ্ছে । তাদের আটকাতে নয়া প্রলোভন । মিড ডে মিলে মাংস দেওয়া হবে, ফল দেওয়া হবে, দুধ দেওয়া হবে । দিলেই ভালো । ছাত্র ছাত্রীরা পেলেই ভালো । তবে কতদিন পাবে জানি না । এই তো দেখলাম মিড ডে মিলে সাপ দেওয়া হচ্ছে । সাপ সিদ্ধ করে মিড ডে মিলে দেওয়া হচ্ছে ।’’

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করেছেন ভারত জোড়ো যাত্রা ৷ ওই যাত্রা শেষ হবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ এই যাত্রা বাংলাতে না এলেও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আলাদা করে ভারত জোড়ো যাত্রার বেঙ্গল চ্যাপ্টারের আয়োজন করা হয়েছে ৷ সাগর থেকে পাহাড় হাঁটছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এদিন তিনি ছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷

শনিবার সকালে ব্যাংডুবি মোড় থেকে শুরু হয় এদিনের যাত্রা । তারপরেই নিমতিতা-সহ বিভিন্ন গ্রামে পদযাত্রা পরিক্রমা করে । দুপুরে রতনপুর ডাকবাংলা এলাকায় মধ্যাহ্নভোজন করেন অধীর চৌধুরী-সহ অন্যান্য নেতারা । ভারত জোড়ো যাত্রা সামসেরগঞ্জে প্রবেশ করতেই সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় । বিভিন্ন জায়গায় অনুগামীরা ফুল দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে ।

আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.