বহরমপুর, 12 অক্টোবর : বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট হচ্ছে ৷ স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । দ্বিতীয়বার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বহাল হওয়ার পর জেলায় ফিরে আজ সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরি ৷ সেখানে জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন । অধীরবাবু বলেন, "বাংলার বিরোধী শক্তি যেখানে ছিল সেখানে আর নেই । তৃতীয় শক্তি হিসাবে বাম-কংগ্রেস জোটের উত্থান হচ্ছে । প্রশাসন সতর্ক থাকুন ।"
আজকের সাংবাদিক বৈঠকে কার্যত হুঁশিয়ারির সুরে অধীরবাবু বলেন, "পশ্চিমবাংলায় কংগ্রেস যেখানে ছিল আজ সেখানে নেই । বাংলার বিরোধী শক্তি যেখানে ছিল আজ সেখানে নেই । বিরোধী শক্তি হিসাবে বাম-কংগ্রেস জোটের তৃতীয় শক্তির উত্থান হচ্ছে । বাংলার প্রশাসন আপনারা সতর্ক থাকবেন । আপনাদের অন্যায় অত্যাচার মেনে নেব না ।" বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস যে সমঝোতা করেই মাঠে নামছে তা কার্যত স্পষ্ট করে দিলেন তিনি ৷
পাশাপাশি বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে অধীরবাবু বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধে পাচার চলছে । সীমান্ত পেরিয়ে গাঁজা, জাল টাকা আসছে । হেরোইন পাচার হচ্ছে । কিন্তু বাংলার পুলিশ কিছুই দেখতে পাচ্ছে না । কোথায় এবং কে সক্রিয় কংগ্রেস করছে সেটাই দেখতে পায় বাংলার পুলিশ । তাদের ভয় দেখানো হচ্ছে । তাদের জন্য মিথ্যা মামলা সাজানো হচ্ছে। ।"