সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 24 ফেব্রুয়ারি : দু' লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক পাচারকারী । গোপন সূত্রে খবর পেয়ে জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করে সামশেরগঞ্জ থানার পুলিশ । রবিবার রাতে ওই যুবককে কাঞ্চনতলা হাইস্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় । ধৃত যুবকের নাম আসাদুল শেখ(21) । মালদা জেলার বৈষ্ণবনগর থানার জৈনপুরের বাসিন্দা সে ।
ধৃতের কাছ থেকে 100টি ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে । প্রতিটি দু হাজার টাকার নোট । পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাদুল বৈষ্ণবনগর থেকে জাল নোট নিয়ে ধুলিয়ান ফেরিঘাটে তিনি নামে । সেখান থেকেই পুলিশ তাকে অনুসরণ করে ।
কাঞ্চনতলার ওই স্কুলের সামনে আসাদুলকে অপেক্ষা করতে দেখে পুলিশ । তার ব্য়াগে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে নোটগুলি উদ্ধার হয় । কিন্তু কাকে টাকা দিতে সে এসেছিল, তা জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ ।