ETV Bharat / state

ফরাক্কার গঙ্গায় মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন মৎস্যজীবী - fisherman drowned in ganges

মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়ে জলের নীচে জাল আটকে যায় । সেই জাল ছাড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান । তার পর থেকে নিখোঁজ মৎস্যজীবী ।

ফরাক্কার গঙ্গাতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল মৎস্যজীবী
ফরাক্কার গঙ্গাতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল মৎস্যজীবী
author img

By

Published : Nov 20, 2020, 2:17 PM IST

ফরাক্কা, 20 নভেম্বর : মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী । গতরাতে ফরাক্কার গঙ্গায় মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ।

ফরাক্কার গঙ্গা রেল কলোনির বাসিন্দা রাম হালদার গতকাল থেকে নিখোঁজ । স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিত্যদিনের মতো গতরাতেও সঙ্গীদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন রামবাবু । মাছ ধরার জন্য জাল ফেলেন । সেই জাল জলের নীচে আটকে যায় । তা টানতে গিয়ে রাম নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান । স্রোতের টানে তলিয়ে যান ।

তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হলেও রাম হালদারের সন্ধান পাওয়া যায়নি । খবর দেওয়া হয়েছে ফরাক্কা থানার পুলিশকে । পুলিশের তরফে এখনও খোঁজ চালানো হচ্ছে ।

ফরাক্কা, 20 নভেম্বর : মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী । গতরাতে ফরাক্কার গঙ্গায় মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ।

ফরাক্কার গঙ্গা রেল কলোনির বাসিন্দা রাম হালদার গতকাল থেকে নিখোঁজ । স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিত্যদিনের মতো গতরাতেও সঙ্গীদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন রামবাবু । মাছ ধরার জন্য জাল ফেলেন । সেই জাল জলের নীচে আটকে যায় । তা টানতে গিয়ে রাম নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান । স্রোতের টানে তলিয়ে যান ।

তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হলেও রাম হালদারের সন্ধান পাওয়া যায়নি । খবর দেওয়া হয়েছে ফরাক্কা থানার পুলিশকে । পুলিশের তরফে এখনও খোঁজ চালানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.