ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় নতুন করে আক্রান্ত আরও 60 - কোরোনা আক্রান্ত বাড়ছে

মুর্শিদাবাদ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । নতুন করে আরও 60 জন আক্রান্ত হয়েছে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Aug 13, 2020, 5:15 AM IST

বহরমপুর, 13 অগাস্ট : মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও 60 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল। কোরোনা আক্রান্তদের মধ্যে রয়েছে বেলডাঙা এক নম্বর ব্লকের 12 জন, লালগোলা ব্লকের 4 জন, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের 6 জন, সাগরদিঘি ব্লকের 4 জন, ভগবানগোলা দুই নম্বর ব্লকের 2 জন, জিয়াগঞ্জ পৌরসভা, জলঙ্গি ও ভগবানগোলা এক নম্বর ব্লকের 1 জন।

এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের আরও 35 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে । 12 অগাস্ট মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1299 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 430 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 869 জন। জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের।

মুর্শিদাবাদ জেলায় গত দুদিন প্রায় 150 জন আক্রান্তকে কোভিড হাসপাতালে আনা হয়েছে । আক্রান্তের সংখ্যা প্রতিদিন যে হারে বাড়তে শুরু করেছে তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এবার থেকে আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা চালানো হবে বলে স্বাস্থ্যবিভাগের এক সূত্র থেকে জানতে পারা গেছে।

বহরমপুর, 13 অগাস্ট : মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও 60 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল। কোরোনা আক্রান্তদের মধ্যে রয়েছে বেলডাঙা এক নম্বর ব্লকের 12 জন, লালগোলা ব্লকের 4 জন, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের 6 জন, সাগরদিঘি ব্লকের 4 জন, ভগবানগোলা দুই নম্বর ব্লকের 2 জন, জিয়াগঞ্জ পৌরসভা, জলঙ্গি ও ভগবানগোলা এক নম্বর ব্লকের 1 জন।

এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের আরও 35 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে । 12 অগাস্ট মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1299 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 430 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 869 জন। জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের।

মুর্শিদাবাদ জেলায় গত দুদিন প্রায় 150 জন আক্রান্তকে কোভিড হাসপাতালে আনা হয়েছে । আক্রান্তের সংখ্যা প্রতিদিন যে হারে বাড়তে শুরু করেছে তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এবার থেকে আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা চালানো হবে বলে স্বাস্থ্যবিভাগের এক সূত্র থেকে জানতে পারা গেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.