ETV Bharat / state

একদিনে সর্বোচ্চ, মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 55 - 55 more corona infected in murshidabad

গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত হল 55 জন ৷ এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 821 ৷

total corona infected 821 in murshidabad
গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদে সর্বোচ্চ কোরোনা আক্রান্ত 55
author img

By

Published : Aug 3, 2020, 7:00 PM IST

মুর্শিদাবাদ, 3 অগাস্ট : একদিনে সর্বোচ্চ সংক্রমণ মুর্শিদাবাদে । গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে মোট 55 জন । তাদের প্রত্যেককে কোরোনা হাসপাতালে আনা হয়েছে । আক্রান্তদের মধ্যে 37 জন পুরুষ ও 18 জন মহিলা ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তের তালিকায় রয়েছে স্বাস্থ্যকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মী । আক্রান্তদের মধ্যে লালগোলা ব্লকের 17 জন কোরোনা আক্রান্তকে কোরোনা হাসপাতালে আনা হয়েছে । এছাড়া রঘুনাথগঞ্জের 7 জন, নওদার 4 জন, সুতি ব্লকের 2 জন, ভররপুর ব্লকের 3 জন ছাড়াও খড়গ্রাম, বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ও কান্দি থেকেও কয়েকজনের কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে । এই নিয়ে মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা 800 ছাড়াল ।

ইদের পর সংক্রমণ বাড়তে পারে বলেই আগেই আশঙ্কা করা হয়েছিল । আগামী কয়েকদিন আক্রান্তের হার আরও বাড়বে বলেই আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের ।

মুর্শিদাবাদ, 3 অগাস্ট : একদিনে সর্বোচ্চ সংক্রমণ মুর্শিদাবাদে । গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে মোট 55 জন । তাদের প্রত্যেককে কোরোনা হাসপাতালে আনা হয়েছে । আক্রান্তদের মধ্যে 37 জন পুরুষ ও 18 জন মহিলা ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তের তালিকায় রয়েছে স্বাস্থ্যকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মী । আক্রান্তদের মধ্যে লালগোলা ব্লকের 17 জন কোরোনা আক্রান্তকে কোরোনা হাসপাতালে আনা হয়েছে । এছাড়া রঘুনাথগঞ্জের 7 জন, নওদার 4 জন, সুতি ব্লকের 2 জন, ভররপুর ব্লকের 3 জন ছাড়াও খড়গ্রাম, বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ও কান্দি থেকেও কয়েকজনের কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে । এই নিয়ে মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা 800 ছাড়াল ।

ইদের পর সংক্রমণ বাড়তে পারে বলেই আগেই আশঙ্কা করা হয়েছিল । আগামী কয়েকদিন আক্রান্তের হার আরও বাড়বে বলেই আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.