ETV Bharat / state

বহরমপুরে উদ্ধার 51টি মোবাইল, ধৃত 1 - বহরমপুরে উদ্ধার 51টি দামী মোবাইল

মোবাইল ফোন চুরির ঘটনায় বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার এক যুবক । পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে 51টি মোবাইল ফোন উদ্ধার হয় ।

mobile phones recovered, 1 held
উদ্ধার 51টি দামী মোবাইল
author img

By

Published : Jan 16, 2020, 1:11 PM IST

বহরমপুর, 16 জানুয়ারি : মোবাইল ফোন চুরির কিনারা করল পুলিশ । বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ । তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে বিভিন্ন কম্পানির 51টি মোবাইল ফোন উদ্ধার হয় । গতকাল ধৃতকে আদালতে তোলা হয় ।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরির একাধিক অভিযোগ জমা পড়ছিল বিভিন্ন থানায় । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহম্মদ নাসিম সেখ নামে বছর 26-এর এক যুবককে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ । গতকাল সকাল এগারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার । তিনি জানান, ধৃত যুবক মালদা জেলার কালিয়াচকের খাসরামপুরের বাসিন্দা । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 51টি মোবাইল ফোন উদ্ধার হয় ।

সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার...দেখুন ভিডিয়ো...

ঘটনায় কে বা কারা জড়িত সে'বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । খোঁজ করে উদ্ধার হওয়া মোবাইলগুলি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ । ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম ও ঠিকানা জানা গেছে ।

বহরমপুর, 16 জানুয়ারি : মোবাইল ফোন চুরির কিনারা করল পুলিশ । বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ । তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে বিভিন্ন কম্পানির 51টি মোবাইল ফোন উদ্ধার হয় । গতকাল ধৃতকে আদালতে তোলা হয় ।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরির একাধিক অভিযোগ জমা পড়ছিল বিভিন্ন থানায় । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহম্মদ নাসিম সেখ নামে বছর 26-এর এক যুবককে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ । গতকাল সকাল এগারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার । তিনি জানান, ধৃত যুবক মালদা জেলার কালিয়াচকের খাসরামপুরের বাসিন্দা । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 51টি মোবাইল ফোন উদ্ধার হয় ।

সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার...দেখুন ভিডিয়ো...

ঘটনায় কে বা কারা জড়িত সে'বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । খোঁজ করে উদ্ধার হওয়া মোবাইলগুলি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ । ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম ও ঠিকানা জানা গেছে ।

Intro:প্রচুর পরিমাণে মোবাইল সহ ধৃত একBody:প্রচুর পরিমাণে মোবাইল সহ ধৃত এক

বুধবার সকাল এগারোটা নাগাদ সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার।দীর্ঘ দিন মোবাইল ফোন চুরির অভিযোগ জমা পরে বিভিন্ন পুলিশ দপ্তরে এই নিয়ে গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। ধৃত ব্যাক্তিকে জিজ্ঞেসাবাদ করার পর জানতে পারা যায় তার নাম মহঃ নাসিম সেখ (২৬)। বাড়ি মালদার জেলার কালিয়াচকের খাসরামপুর । ধৃত ব্যাক্তি কে তল্লাশির পর একান্ন টি মোবাইল উদ্ধার করেন সেই মোবাইল গুলির মধ্যে বেশ কিছু ব্র্যান্ডেড কোম্পানির। সেই সঙ্গে এটা জানিয়েছেন মোবাইল গুলি যাদের খোঁজ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। তাদের মধ্যে কয়েক জনের নাম ও ঠিকানা পাওয়া গিয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তাদের বিষয়ে জানার চেষ্টা চলছে। আজ ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা পাঠানো হয়ে। Conclusion:আজ ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়ে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.