রানিতলা, 28 জুন : সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেগুলি বিনিময়ে পিছু হঠল পাচারকারীরা । ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকারপাট ক্ষেত ও পদ্মা নদী থেকে 50টি গবাদি পশু উদ্ধার করল বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের BSF জওয়ান । রানিতলা থানার কাহারপাড়া BOP ( বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে গবাদিপশুগুলি উদ্ধার করা হয়েছে । বৃষ্টি এবং ঘন পাট ক্ষেতের কারণে গা ঢাকা দিতে সমর্থহয়েছে পাচারকারীরা ।
ভারতবাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদি পশু পাচার বেশ কিছুদিন থেকেই বন্ধ ছিল । পাট ক্ষেতেরসুযোগ নিয়ে ফের সক্রিয় হয়েছে পাচার চক্র । পদ্মার জলস্তর বাড়ায় গবাদি পশুগুলিকেএখন সাঁতার কাটিয়েই সীমান্তের ওপারে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ এক জোড়া গোরু পদ্মার উপরদিয়ে সীমান্ত পার করতে ক্যারিয়ারদের মিলছে এক হাজার টাকা । গতকাল গোপন সূত্রেপাচারের খবর পেয়ে 117 নম্বরব্যাটেলিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানে নামে ।