ETV Bharat / state

কান্দিতে 5টি কুকুরের মৃত্যু, বিষ খাওয়ানোর অভিযোগ - কুকুর খুন

কান্দিতে পাঁচটি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল । অসুস্থ হয়ে পড়েছে আরও দু'টি কুকুর ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 19, 2019, 5:11 AM IST

কান্দি, 19 জুন : পাঁচটি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল । ঘটনাটি কান্দির বোলতুলি গ্রামের । অসুস্থ হয়ে পড়েছে আরও দু'টি কুকুর । দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা ।

গতকাল সন্ধ্যায় গ্রামবাসীরা এলাকায় পাঁচটি কুকুরকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । মৃত কুকুরগুলির পাশে ধুঁকছিল আরও দুটি কুকুর । এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে । ঘটনাস্থানে আসে কান্দির পশুপ্রেমী সংগঠন । তদন্তের দাবি তুলেছে তারা ।

চলতি বছরের জানুয়ারিতে কুকুর মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে 16 টি কুকুরকে পিটিয়ে মারা হয় । সেই ঘটনায় নার্সিংয়ের দুই ছাত্রীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ ।

কান্দি, 19 জুন : পাঁচটি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল । ঘটনাটি কান্দির বোলতুলি গ্রামের । অসুস্থ হয়ে পড়েছে আরও দু'টি কুকুর । দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা ।

গতকাল সন্ধ্যায় গ্রামবাসীরা এলাকায় পাঁচটি কুকুরকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । মৃত কুকুরগুলির পাশে ধুঁকছিল আরও দুটি কুকুর । এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে । ঘটনাস্থানে আসে কান্দির পশুপ্রেমী সংগঠন । তদন্তের দাবি তুলেছে তারা ।

চলতি বছরের জানুয়ারিতে কুকুর মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে 16 টি কুকুরকে পিটিয়ে মারা হয় । সেই ঘটনায় নার্সিংয়ের দুই ছাত্রীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.