ETV Bharat / state

Nabagram CBI : নবগ্রামে গণধর্ষণের তদন্তে নির্যাতিতার সঙ্গে কথা বলল সিবিআই - ধর্ষিতা

9 মে দু'জন কিশোরী বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়ে ৷ একজন পালিয়ে গেলেও আরেকজনকে গণধর্ষণ করে তারা ৷ ঘটনার প্রমাণ মেলে নির্যাতিতার শরীরে ৷ এরপর 5 সেপ্টেম্বর ঘটনার তদন্তে নামে সিবিআই ৷ গতকাল ফের তারা নবগ্রামে আসে ৷

চলছে ধর্ষণ
চলছে ধর্ষণ
author img

By

Published : Sep 9, 2021, 2:08 PM IST

নবগ্রাম (মুর্শিদাবাদ), 9 সেপ্টেম্বর : কিশোরী গণধর্ষণের তদন্তে নবগ্রামে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) । গতকাল 4 সদস্যের সিবিআই তদন্তকারী দল নবগ্রাম ব্লকের রাইন্ডা গ্রামে গিয়ে নির্যাতিতার বান্ধবীর সঙ্গে কথা বলেন । পরে অমৃতকুণ্ডে নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা । ঘটনার সিবিআই তদন্ত হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার । তদন্তকারী দলের কাছে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার । অভিযুক্ত 3 জনই বর্তমানে জেল হেফাজতে রয়েছে । প্রসঙ্গত, গত 5 সেপ্টেম্বর একদফা তদন্ত করে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে সিবিআই-এর তদন্তকারী দলটি ৷

গত 9 মে বান্ধবীকে সঙ্গে নিয়ে কান্দি থানার ভাটপাড়ায় মামার বাড়ি গিয়েছিল অমৃতকুণ্ডের বাসিন্দা দশম শ্রেণির নির্যাতিতা কিশোরী । সাইকেলে বাড়ি ফেরার পথে তিন দুষ্কৃতী 2 কিশোরীকে আটক করে । একজন পালিয়ে যেতে পারলেও অমৃতকুণ্ডের ওই কিশোরীকে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । রাতে মাঠ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ । পরদিনই 3 অভিযুক্তকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ । কিশোরীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায় । এরপর সিবিআই তদন্তের দাবি ওঠায় অগস্টে এই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।

আরও পড়ুন : দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক

গত 5 সেপ্টেম্বর 4 সদস্যের তদন্তকারী দল গ্রামে এসে তদন্ত শুরু করে। পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে তাঁরা কথা বলেন ও নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তদন্তকারী দল । এদিন ফের তদন্তে এসে নির্যাতিতা কিশোরী ও তার বান্ধবীর সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা । নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ৷

নবগ্রাম (মুর্শিদাবাদ), 9 সেপ্টেম্বর : কিশোরী গণধর্ষণের তদন্তে নবগ্রামে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) । গতকাল 4 সদস্যের সিবিআই তদন্তকারী দল নবগ্রাম ব্লকের রাইন্ডা গ্রামে গিয়ে নির্যাতিতার বান্ধবীর সঙ্গে কথা বলেন । পরে অমৃতকুণ্ডে নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা । ঘটনার সিবিআই তদন্ত হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার । তদন্তকারী দলের কাছে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার । অভিযুক্ত 3 জনই বর্তমানে জেল হেফাজতে রয়েছে । প্রসঙ্গত, গত 5 সেপ্টেম্বর একদফা তদন্ত করে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে সিবিআই-এর তদন্তকারী দলটি ৷

গত 9 মে বান্ধবীকে সঙ্গে নিয়ে কান্দি থানার ভাটপাড়ায় মামার বাড়ি গিয়েছিল অমৃতকুণ্ডের বাসিন্দা দশম শ্রেণির নির্যাতিতা কিশোরী । সাইকেলে বাড়ি ফেরার পথে তিন দুষ্কৃতী 2 কিশোরীকে আটক করে । একজন পালিয়ে যেতে পারলেও অমৃতকুণ্ডের ওই কিশোরীকে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । রাতে মাঠ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ । পরদিনই 3 অভিযুক্তকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ । কিশোরীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায় । এরপর সিবিআই তদন্তের দাবি ওঠায় অগস্টে এই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।

আরও পড়ুন : দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক

গত 5 সেপ্টেম্বর 4 সদস্যের তদন্তকারী দল গ্রামে এসে তদন্ত শুরু করে। পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে তাঁরা কথা বলেন ও নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তদন্তকারী দল । এদিন ফের তদন্তে এসে নির্যাতিতা কিশোরী ও তার বান্ধবীর সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা । নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.