জলঙ্গি , 8 এপ্রিল : মুর্শিদাবাদের দু'টি জায়গা থেকে উদ্ধার হল 350 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ৷ এই ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে BSF ৷
আজ সকালে বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সীমান্ত থেকে একজনকে আটক করেন । সে সাইকেলে কাফ সিরাপের বোতল নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। তার কাছ থেকে 18 বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে । ধৃতের নাম ইসরাফিল শেখ । রানিনগর থানার কাতলামারির বাসিন্দা ৷
এদিকে জলঙ্গি থানার বামনাবাদ চরে একদল পাচারকারীকে তাড়া করেন 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । সেই সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় । এরপর কাফ সিরাপের বোতলগুলি ফেলে রেখেই পালিয়ে যায় পাচারকারীরা। তাদের থেকে উদ্ধার হয়েছে 332 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।
দেশজুড়ে লকডাউনের চলছে ৷ তার মাঝেও সক্রিয় পাচারচক্র ৷ আর তা নিয়ে চিন্তিত জেলা পুলিশ ।