ETV Bharat / state

কর্মহীনদের কাজে ফেরাতে উদ্যোগ কারখানা কর্তৃপক্ষের - Murshidabad corona

কলকাতার এক লেদার কম্পানির তরফে বাস পাঠিয়ে কাজে ফেরানো হল 35 জন শ্রমিককে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ওই 35 জন শ্রমিক মুর্শিদাবাদে নিজেদের গ্রামে ফিরে আসেন।

35 labours return to kolkata for job
35 labours return to kolkata for job
author img

By

Published : Jun 7, 2020, 7:03 PM IST

সালার, 7 জুন: কর্মহীন শ্রমিকদের কাজে ফেরাতে উদ্যোগ। বাস পাঠিয়ে 35 জন শ্রমিককে কারখানার কাজে ফিরিয়ে নিয়েগেলেন কলকাতার এক লেদার কারখানার মালিক।

কলকাতার এক চামড়ার কম্পানিতে কাজ করতেন ওই শ্রমিকেরা। লকডাউনেরফলে কর্মহীন হয়ে পড়েন তাঁরা। দীর্ঘদিন লকডাউন থাকায় মুর্শিদাবাদের সালারে নিজেদেরগ্রামে ফিরে আসেন।

কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে লকডাউন কিছুটা শিথিল করার পরইবিভিন্ন কল কারাখানাগুলোতে ধীরে ধীরে কাজ শুরু হতে থাকে।

এদিন ওই কম্পানির তরফ থেকে বাস পাঠিয়ে সালারের ওই 35 জন শ্রমিককে কাজে নিয়ে যাওয়ারব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে তাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে।

সালার, 7 জুন: কর্মহীন শ্রমিকদের কাজে ফেরাতে উদ্যোগ। বাস পাঠিয়ে 35 জন শ্রমিককে কারখানার কাজে ফিরিয়ে নিয়েগেলেন কলকাতার এক লেদার কারখানার মালিক।

কলকাতার এক চামড়ার কম্পানিতে কাজ করতেন ওই শ্রমিকেরা। লকডাউনেরফলে কর্মহীন হয়ে পড়েন তাঁরা। দীর্ঘদিন লকডাউন থাকায় মুর্শিদাবাদের সালারে নিজেদেরগ্রামে ফিরে আসেন।

কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে লকডাউন কিছুটা শিথিল করার পরইবিভিন্ন কল কারাখানাগুলোতে ধীরে ধীরে কাজ শুরু হতে থাকে।

এদিন ওই কম্পানির তরফ থেকে বাস পাঠিয়ে সালারের ওই 35 জন শ্রমিককে কাজে নিয়ে যাওয়ারব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে তাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.