ETV Bharat / state

নতুন করে কোরোনায় আক্রান্ত 30, একদিনে সর্বোচ্চ মুর্শিদাবাদে - COVID-19

এর আগে জেলায় 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল 21 । আজ সেই রেকর্ড ছাপিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা হল 30 জন ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 18, 2020, 7:58 PM IST

বহরমপুর, 18 জুলাই : একদিনে রেকর্ড সংক্রমণ মুর্শিদাবাদে । জেলায় নতুন করে আরও 30 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস । এ'পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণ হল আজ । জেলায় এ'নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখা বেড়ে দাঁড়াল 418 ।

আক্রান্তদের তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশকর্মী এবং বিধায়কের পরিবারের সদস্যরা । আক্রান্তদের সকলকেই মাতৃসদন COVID হাসপাতালে আনা হয়েছে ।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের এক বিশেষজ্ঞ চিকিৎসক কোরোনায় আক্রান্ত হওয়ায় আজ থেকে চক্ষু বিভাগ বন্ধ করে দেওয়া হয় । এ'দিকে জঙ্গিপুরের এক বিধায়ক আক্রান্ত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । বিধায়কের পরিবারের বেশ কয়েকজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এর আগে জেলায় 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল 21 । আজ সেই রেকর্ড ছাপিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা হল 30 জন । বর্তমানে মাতৃ সদন COVID হাসপাতালে চিকিৎসা চলছে 118 জন আক্রান্তের । বেডের সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি । এমতাবস্থায় আগামীকাল চালু হতে চলেছে 100 বেডের দ্বিতীয় COVID হাসপাতালটি ।

বহরমপুর, 18 জুলাই : একদিনে রেকর্ড সংক্রমণ মুর্শিদাবাদে । জেলায় নতুন করে আরও 30 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস । এ'পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণ হল আজ । জেলায় এ'নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখা বেড়ে দাঁড়াল 418 ।

আক্রান্তদের তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশকর্মী এবং বিধায়কের পরিবারের সদস্যরা । আক্রান্তদের সকলকেই মাতৃসদন COVID হাসপাতালে আনা হয়েছে ।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের এক বিশেষজ্ঞ চিকিৎসক কোরোনায় আক্রান্ত হওয়ায় আজ থেকে চক্ষু বিভাগ বন্ধ করে দেওয়া হয় । এ'দিকে জঙ্গিপুরের এক বিধায়ক আক্রান্ত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । বিধায়কের পরিবারের বেশ কয়েকজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এর আগে জেলায় 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল 21 । আজ সেই রেকর্ড ছাপিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা হল 30 জন । বর্তমানে মাতৃ সদন COVID হাসপাতালে চিকিৎসা চলছে 118 জন আক্রান্তের । বেডের সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি । এমতাবস্থায় আগামীকাল চালু হতে চলেছে 100 বেডের দ্বিতীয় COVID হাসপাতালটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.