সাগরপাড়া (মুর্শিদাবাদ) , 8 মার্চ: দু'লাখ টাকার ফেন্সিডিল সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ-এর 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা । সমবার ভোররাতে ওই তিনজনকে সাগরপাড়া বিওপি থেকে গ্রেফতার করা হয় । বাজেয়াপ্ত করা হয়েছে 1 হাজার 156 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও দু'কেজি গাঁজা । ধৃতদের নাম কামরুল মণ্ডল, মামুন মোল্লা ও সেলিম মণ্ডল । পাচারকারী তিনজনেরই বাড়ি সাগরপাড়া থানা এলাকার চকমথুরাতে । ধৃতদের সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ।
সম্প্রতী ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আরও বেশি করে সক্রিয় হয়েছে পাচারচক্র । যদিও বিধানসভা নির্বাচনের আগে আন্তর্জাতিক সীমান্তে সীমা সুরক্ষা বাড়ানো হয়েছে বলেই দাবি বিএসএফ-এর । এদিন ভোররাতে কুষ্ঠিয়া সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা চালাচ্ছিল তিন পাচারকারীরা । বিএসএফ-এর নজরে আসায় তাদের তাড়া করে ধরে ফেলা হয় । ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 1 হাজার 156 বোতল ফেন্সিডিল ও দু'কেজি গাঁজা । বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য 1 লাখ 96 হাজার টাকা বলে দাবি বিএসএফ-এর ।
আরও পড়ুন : 5 কেজি হেরোইন সহ গ্রেফতার পাচারকারী
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় দুই বাংলাদেশিকে মাদক হাতবদলের সময় ওই তিনজনকে পাকড়াও করা হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, মাদক পাচার করা হচ্ছিল বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার দুই পাচারকারীকে ৷ তাদের নাম আরিফুল হক ও আশরাফুল হক । দু'জনেই সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে ঢুকে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি ।