ETV Bharat / state

TMC Leader Died: বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু, গ্রেফতার 3 - Raninagar TMC Leader Died

মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে 24 ঘণ্টা যেতে না যেতেই বুধবার সকালে মৃত্যু হল বহরমপুরের তৃণমূল নেতা আলতাব হোসেনের (Attack on TMC Leader)৷ ঘটনায় গ্রেফতার তিন ৷

Etv Bharat
গুলিবিদ্ধ তৃণমূল নেতা
author img

By

Published : Jan 25, 2023, 4:52 PM IST

বহরমপুর, 25 জানুয়ারি: দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রানিনগর 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব হোসেন (48)৷ তবে একদিন যেতে না-যেতেই বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল তাঁর (Raninagar TMC Leader Died)৷ তাঁকে দেখতে এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতলে উপচে পড়ে ভিড় ।

24 জানুয়ারি মঙ্গলবার লোচনপুর পঞ্চায়েতে প্রধান নির্বাচন ছিল ৷ সকাল থেকে সেখানেই ছিলেন আলতাব ৷ এরপর সন্ধ্যা ছ'টা নাগাদ গ্রামের বাড়ি লোচনপুর থেকে লালবাগের বাড়িতে আসার পথে আজিমসরা এলাকায় তাঁকে লক্ষ করে চারজন দুষ্কৃতী পরপর দু'রাউন্ড গুলি চালায় ৷ এর মধ্যে পিঠে একটি গুলি লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা তথা সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আলতাব হোসেন ৷

এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বুধবার সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ এই খবর পেয়েই হাসপাতাল চত্বরে উপস্থিত হন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ । এই বিষয়ে সৌমিক হোসেন বলেন," আলতাফ হোসেন নওদাপড়া মাদ্রাসা স্কুলে শিক্ষকতার পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী । ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।"

আলতাব হোসেন 2008 থেকে 2013 পর্যন্ত লোচনপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন । তখন তিনি সিপিএম করতেন ৷ এরপর 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকা শান্ত ছিল । বেশ কয়েক দিন থেকে সিপিএম ও কংগ্রেস এলাকা উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে । পঞ্চায়েত ভোটের আগে জমি দখলের লক্ষে বিরোধীরা সন্ত্রাসকে হাতিয়ার করার ফলেই এই ঘটনা ৷

এই খুনের ঘটনায় মুর্শিদাবাদ থানার পুলিশ মঙ্গলবার রাতেই তিনজনকে কেশবপুর থেকে গ্রেফতার করেছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । তবে এদিনের ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা ।

আরও পড়ুন : পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে আহত তৃণমূল নেতা

বহরমপুর, 25 জানুয়ারি: দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রানিনগর 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব হোসেন (48)৷ তবে একদিন যেতে না-যেতেই বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল তাঁর (Raninagar TMC Leader Died)৷ তাঁকে দেখতে এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতলে উপচে পড়ে ভিড় ।

24 জানুয়ারি মঙ্গলবার লোচনপুর পঞ্চায়েতে প্রধান নির্বাচন ছিল ৷ সকাল থেকে সেখানেই ছিলেন আলতাব ৷ এরপর সন্ধ্যা ছ'টা নাগাদ গ্রামের বাড়ি লোচনপুর থেকে লালবাগের বাড়িতে আসার পথে আজিমসরা এলাকায় তাঁকে লক্ষ করে চারজন দুষ্কৃতী পরপর দু'রাউন্ড গুলি চালায় ৷ এর মধ্যে পিঠে একটি গুলি লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা তথা সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আলতাব হোসেন ৷

এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বুধবার সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ এই খবর পেয়েই হাসপাতাল চত্বরে উপস্থিত হন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ । এই বিষয়ে সৌমিক হোসেন বলেন," আলতাফ হোসেন নওদাপড়া মাদ্রাসা স্কুলে শিক্ষকতার পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী । ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।"

আলতাব হোসেন 2008 থেকে 2013 পর্যন্ত লোচনপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন । তখন তিনি সিপিএম করতেন ৷ এরপর 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকা শান্ত ছিল । বেশ কয়েক দিন থেকে সিপিএম ও কংগ্রেস এলাকা উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে । পঞ্চায়েত ভোটের আগে জমি দখলের লক্ষে বিরোধীরা সন্ত্রাসকে হাতিয়ার করার ফলেই এই ঘটনা ৷

এই খুনের ঘটনায় মুর্শিদাবাদ থানার পুলিশ মঙ্গলবার রাতেই তিনজনকে কেশবপুর থেকে গ্রেফতার করেছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । তবে এদিনের ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা ।

আরও পড়ুন : পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে আহত তৃণমূল নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.