ETV Bharat / state

মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 22 - Corona in murshidabad

মুর্শিদাবাদে রবিবার নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 22 । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 439 ।

More 22 covid positive cases in murshidabad
More 22 covid positive cases in murshidabad
author img

By

Published : Jul 20, 2020, 12:02 AM IST

মুর্শিদাবাদ, 20 জুলাই : রবিবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও 22 জন কোরোনায় আক্রান্তের সন্ধান মিলল । জঙ্গিপুর, অনুপনগর, হরিহরপাড়া, ডোমকলসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংক্রমিতদের হদিস মেলে । ফলে, প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। কোরোনা মোকাবিলায় নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ ।

আক্রান্তদের চিকিৎসার জন্য কোরোনা হাসপাতলে পাঠানো হয়েছে । এর আগে শনিবার সর্বোচ্চ 30 জন আক্রান্ত হয়েছিল । প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাতে চাপ বেড়েছে মাতৃসদন হাসপাতালে । এদিকে পরিত্যক্ত সদর হাসপাতালটিকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে ।

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 439 । তাদের মধ্যে বর্তমানে 104 জন চিকিৎসাধীন রয়েছে । সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 332 জন । কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে 7 জনের ।

মুর্শিদাবাদ, 20 জুলাই : রবিবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও 22 জন কোরোনায় আক্রান্তের সন্ধান মিলল । জঙ্গিপুর, অনুপনগর, হরিহরপাড়া, ডোমকলসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংক্রমিতদের হদিস মেলে । ফলে, প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। কোরোনা মোকাবিলায় নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ ।

আক্রান্তদের চিকিৎসার জন্য কোরোনা হাসপাতলে পাঠানো হয়েছে । এর আগে শনিবার সর্বোচ্চ 30 জন আক্রান্ত হয়েছিল । প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাতে চাপ বেড়েছে মাতৃসদন হাসপাতালে । এদিকে পরিত্যক্ত সদর হাসপাতালটিকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে ।

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 439 । তাদের মধ্যে বর্তমানে 104 জন চিকিৎসাধীন রয়েছে । সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 332 জন । কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে 7 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.