ETV Bharat / state

জলঙ্গিতে গ্রেফতার এক মহিলা-সহ 2, বাজেয়াপ্ত 25 লাখ টাকার ইয়াবা - ইয়াবা

জলঙ্গির মাদক পাচারচক্রে গ্রেফতার হল এক মহিলা-সহ 2 জন । তাদের থেকে 25 লাখ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা (Yaba) বাজেয়াপ্ত করা হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ তাদের গ্রেফতার করে ৷

2 arrested with huge yaba tablets at murshidabad
জলঙ্গিতে গ্রেফতার এক মহিলা-সহ 2, উদ্ধার 25 লাখ টাকার ইয়াবা
author img

By

Published : Jul 20, 2021, 5:39 PM IST

জলঙ্গি, 20 জুলাই: জলঙ্গির মাদক পাচারচক্রে এ বার পুলিশের জালে এক মহিলা-সহ 2 জন । তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 25 লাখ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা (Yaba)। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ সোমবার রাতে টিকরবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে ।

ধৃতদের নাম মুর্শিদা বেওয়া (45) ও আজিজুল মণ্ডল (52)। মুর্শিদা বেওয়ার বাড়ি সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুরে । আজিজুল মণ্ডল সাগরপাড়া থানার চকমাথুরা গ্রামের বাসিন্দা । ধৃতদের আজ বহরমপুরে মাদক আইনের বিশেষ আদালতে পেশ করা হয় ৷

ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানে মহিলাদের জড়িত থাকার ঘটনা নতুন নয় । এর আগেও পাচারের ঘটনায় সীমান্ত লাগোয়া গ্রামের একাধিক মহিলা ধরা পড়েছে । তবে বিপুল পরিমাণে মাদক ট্যাবলেট-সহ মহিলা গ্রেফতারির ঘটনা এই প্রথম । সোমাবার রাতে মাদক ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল ওই 2 জন মহিলা । গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশের একটি দল টিকরবড়িয়া স্কুল মাঠ থেকে তাদের গ্রেফতার করে ।

তল্লাশি চালিয়ে একটি চামড়ার ব্যাগ থেকে সেলোফেন পেপারে মোড়া পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । আন্তর্জাতিক বাজারে যার মূল্য 25 লাখ টাকা বলে দাবি পুলিশের । ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । সীমান্তে মাদক পাচারের বাড়বাড়ন্ত ও মহিলাদের জড়িত থাকার ঘটনায় জেলা পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।

জলঙ্গি, 20 জুলাই: জলঙ্গির মাদক পাচারচক্রে এ বার পুলিশের জালে এক মহিলা-সহ 2 জন । তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 25 লাখ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা (Yaba)। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ সোমবার রাতে টিকরবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে ।

ধৃতদের নাম মুর্শিদা বেওয়া (45) ও আজিজুল মণ্ডল (52)। মুর্শিদা বেওয়ার বাড়ি সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুরে । আজিজুল মণ্ডল সাগরপাড়া থানার চকমাথুরা গ্রামের বাসিন্দা । ধৃতদের আজ বহরমপুরে মাদক আইনের বিশেষ আদালতে পেশ করা হয় ৷

ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানে মহিলাদের জড়িত থাকার ঘটনা নতুন নয় । এর আগেও পাচারের ঘটনায় সীমান্ত লাগোয়া গ্রামের একাধিক মহিলা ধরা পড়েছে । তবে বিপুল পরিমাণে মাদক ট্যাবলেট-সহ মহিলা গ্রেফতারির ঘটনা এই প্রথম । সোমাবার রাতে মাদক ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল ওই 2 জন মহিলা । গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশের একটি দল টিকরবড়িয়া স্কুল মাঠ থেকে তাদের গ্রেফতার করে ।

তল্লাশি চালিয়ে একটি চামড়ার ব্যাগ থেকে সেলোফেন পেপারে মোড়া পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । আন্তর্জাতিক বাজারে যার মূল্য 25 লাখ টাকা বলে দাবি পুলিশের । ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । সীমান্তে মাদক পাচারের বাড়বাড়ন্ত ও মহিলাদের জড়িত থাকার ঘটনায় জেলা পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.