ETV Bharat / state

একদিনে সর্বোচ্চ সংক্রমণ মুর্শিদাবাদে, কোরোনায় আক্রান্ত আরও 17 - কোরোনা পরিস্থিতি

মুর্শিদাবাদে একদিনে সর্বোচ্চ সংক্রমণ । কোরোনায় আক্রান্ত আরও 17 জন । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 218 ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 12, 2020, 6:28 PM IST

বহরমপুর, 12 জুলাই : মুর্শিদাবাদের কোরোনা হাসপাতালে ফের মৃত্যু হল দুই আক্রান্তের । এদের মধ্যে একজন ফরাক্কার ও আর একজন ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা । আজ আরও 17 জন আক্রান্তকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃ সদন কোরোনা হাসপাতালে আনা হয়েছে । এই নিয়ে একদিনে সর্বোচ্চ সংক্রমণ জেলায় ।

এপর্যন্ত জেলায় কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 6 । এদিকে আরও 17 জন কোরোনা আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে সামশেরগঞ্জ ব্লকের ছ'জন, বহরমপুর পুরসভার দু'জন, ধুলিয়ান পৌরসভার একজন,নবগ্রাম ব্লকের দু'জন, জলঙ্গি ব্লকের একজন, রঘুনাথগঞ্জ 1 ব্লকের একজন ও ফরাক্কা ব্লকের চারজন রয়েছে ।

আক্রান্তদের কোরোনা হাসপাতালে আনার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 218 জন ।

বহরমপুর, 12 জুলাই : মুর্শিদাবাদের কোরোনা হাসপাতালে ফের মৃত্যু হল দুই আক্রান্তের । এদের মধ্যে একজন ফরাক্কার ও আর একজন ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা । আজ আরও 17 জন আক্রান্তকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃ সদন কোরোনা হাসপাতালে আনা হয়েছে । এই নিয়ে একদিনে সর্বোচ্চ সংক্রমণ জেলায় ।

এপর্যন্ত জেলায় কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 6 । এদিকে আরও 17 জন কোরোনা আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে সামশেরগঞ্জ ব্লকের ছ'জন, বহরমপুর পুরসভার দু'জন, ধুলিয়ান পৌরসভার একজন,নবগ্রাম ব্লকের দু'জন, জলঙ্গি ব্লকের একজন, রঘুনাথগঞ্জ 1 ব্লকের একজন ও ফরাক্কা ব্লকের চারজন রয়েছে ।

আক্রান্তদের কোরোনা হাসপাতালে আনার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 218 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.